বার্বাডোজ, 13 ডিসেম্বর: দু'বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন আন্দ্রে রাসেল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে তিনি কেমন পারফর্ম্যান্স করেন ? সেদিকে নজর ছিল ক্রিকেট বিশ্বের ৷ বিশেষ করে কেকেআর শিবিরের ৷ নিরাশ করলেন না দ্রে রাস ৷ প্রত্যাবর্তন ম্যাচে তাঁর দাপটে কোণঠাসা হয়ে মাঠ ছাড়ল ব্রিটিশরা ৷ প্রথমে বল হাতে তিন উইকেট এবং শেষে রান তাড়া করতে নেমে 14 বলে 29 রান করে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে ম্যাচ জেতালেন রাসেল ৷
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হচ্ছে টি-20 বিশ্বকাপ ৷ ঘরের মাঠে এই টুর্নামেন্টের আগে নিজেদের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট ৷ আর তাই আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেয় তারা ৷ আর সেই সিদ্ধান্ত যে ভুল নয়, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন দ্রে রাস ৷ প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ইংল্যান্ড 6 ওভারে বিনা উইকেটে 77 রান তুলে নেয় ৷
এদিন প্রথম বলেই দু’শো স্ট্রাইক রেটে ব্যাট করা ফিল সল্টের উইকেট তুলে নেন রাসেল ৷ এর পর মিডল-অর্ডারে লিয়াম লিভিংস্টোন এবং লোয়ার-অর্ডারে রেহান আহমেদকে আউট করেন রাসেল ৷ এদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কৃপণ ও সফল বোলার তিনিই ৷ 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট তাঁর ঝুলিতে ৷ ফলে পাওয়ার প্লে'তে 77 রান তোলা ইংল্যান্ড মাত্র 171 রানে অল-আউট হয়ে যায় ৷