পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : রাসেল সংহারে ফিরল স্বস্তি, পঞ্জাবকে উড়িয়ে শীর্ষে নাইটরা - Andre Russell hits 70 runs from just 31 balls

যে ইতিবাচক রান-রেটে দলকে এদিন পৌঁছে দিলেন রাসেল, তা পরের দিকে সম্পদ হতে পারে নাইটদের ৷ পঞ্জাব বোলারদের ঠেঙিয়ে ক্যারিবিয়ান তারকা করলেন 31 বলে অপরাজিত 70 (Andre Russell hits 70 runs from just 31 balls) ৷

IPL 2022
রাসেল সংহারে ফিরল স্বস্তি, পঞ্জাবকে উড়িয়ে শীর্ষে নাইটরা

By

Published : Apr 2, 2022, 7:37 AM IST

মুম্বই, 2 এপ্রিল : আন্দ্রে রাসেলের ব্যাট যেদিন কথা বলে সেদিন তাঁর দলকে যেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল মনে হয় ৷ শুক্রবারের ওয়াংখেড়েতে যেমনটা মনে হল নাইট রাইডার্সকে দেখে ৷ স্কোরবোর্ডে 137 রান যে নিরাপদ নয়, তা ভালই জানতেন পঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ৷ তাই বলে 33 বল বাকি থাকতে যে নাইটরা রান তাড়া করে দেবে, তা স্বপ্নেও ভাবেননি অতি বড় ক্রিকেট বোদ্ধারাও ৷ রাসেল সেটাই সম্ভব করলেন বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে ৷ রুক্ষ কারণ, মেগা নিলামের আগে তাঁকে রিটেইন করা নিয়ে কম কথা হয়নি ৷ ম্যানেজমেন্টের বাপ-বাপান্ত করতেও ছাড়েননি অনুরাগীরা ৷ সেইসব নিন্দুকদের মুখে ছাই দিয়ে এদিন যেন 2019-এ ফিরলেন দ্রে রাস ৷ ধ্বংসও যে কত সুন্দর হতে পারে দেখল ক্রিকেটদুনিয়া ৷ জামাইকান দৈত্যের ব্যাটিং ঝড়ে কার্যত খড়কুটোর মত উড়ে গেল পঞ্জাব ৷ প্রীতির দলকে 6 উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে শাহরুখের কেকেআর (KKR beat Punjab Kings By Six Wickets) ৷

সবচেয়ে বড় কথা যে ইতিবাচক রান-রেটে দলকে এদিন পৌঁছে দিলেন ক্যারিবিয়ান তারকা, তা পরের দিকে সম্পদ হতে পারে ৷ পঞ্জাব বোলারদের ঠেঙিয়ে রাসেল করলেন 31 বলে অপরাজিত 70 (Andre Russell hits 70 runs from just 31 balls) ৷ যা সাজানো 8টি বিশাল ছক্কা এবং 2টি চারে ৷ 51 রানে 4 উইকেট হারিয়েও 14.3 ওভারে রান তুলল নাইটরা ৷ রাসেল ঝড়ে ঢেকে গেল ফের দলের ওপেনিং জুটির ব্যর্থতা ৷ যে ওডেন স্মিথ রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে রান তাড়া করে নায়ক বনে গিয়েছিলেন, জামাইকান মায়েস্ত্রোর সামনে এদিন বল হাতে তাঁর অসহায় অবস্থা ৷ রাসেল-বিলিংস মিলে স্মিথের একটি ওভারে নিলেন 30 রান ৷ রাহুল চাহারের 4 ওভারে 13 রান খরচ করে 2 উইকেট নেওয়ার কীর্তিও এদিন ফিকে রাসেল-তাণ্ডবে ৷

বিলিংস 24 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন ৷ তবে বেগুনি শিবিরের জয়ের জন্য এদিন কেবল রাসেল স্তুতি করে যাওয়াটাও অন্যায় ৷ জাতীয় দলে অনিয়মিত এক পেসারকে দলে নেওয়া নিয়েও নিলামের পর অসন্তোষ দেখা গিয়েছিল নাইট অনুরাগীদের মধ্যে ৷ সেই উমেশ যাদব আবারও অনবদ্য এদিন ৷ 23 রানে 4 উইকেট নিয়ে বোঝালেন যতই কামিন্স আসুক, পেস বিভাগকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তিনিও কম যান না (Umesh Yadav takes 4 wickets) ৷ 18.2 ওভারেই এদিন গুটিয়ে যায় পঞ্জাব ৷

আরও পড়ুন :শিখরে ব্র্যাভো, তাজ খুইয়েও ক্যারিবিয়ান ক্রিকেটারকে অভিনন্দন মালিঙ্গার

টস জিতে ফিল্ডিং নেওয়া নাইটদের হয়ে দারুণ বল করলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীও ৷ উইকেট না-পেলেও 4 ওভারে তিনি খরচ করলেন মাত্র 14 রান ৷ 2টি উইকেট নিলেন টিম সাউদি ৷ একটি করে উইকেট শিবম মাভি, সুনীল নারিন এবং রাসেলের ঝুলিতে ৷ ভানুকা রাজাপক্ষের 9 বলে 31 রানের ক্যামিও, শেষদিকে কাগিসো রাবাদার 16 বলে 25 রানের সৌজন্যে স্কোরবোর্ডে 137 রান তোলে পঞ্জাব ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details