লন্ডন, 9 জুন : সীমিত ওভারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান এবং উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য় করার অভিযোগ উঠেছে ৷ যে অভিযোগ নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডের তরফে তদন্ত শুরু করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷ সেই সঙ্গে আরও বলা হয়েছে, প্রতিটি অভিযোগ আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে ৷
অভিযোগ উঠেছে, সোশ্যাল মিডিয়ায় এই দুই ভারতীদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য এবং উপহাস করেছেন ৷ প্রসঙ্গত, নির্দিষ্ট করে যে অভিযোগ ইংল্যান্ডের হোয়াইট বল ক্রিকেটের অধিনায়ক ও উইকেট কিপারের বিরুদ্ধে উঠেছে, তা হল- তাঁরা একটি পোস্টে ‘স্যার’ শব্দটি ব্যবহার করা হয়েছে ৷ যা এক ভারতীয় সমর্থককে উপহাস করার জন্য লেখা হয়েছিল বলে অভিযোগ ৷