কলম্বো, 9 সেপ্টেম্বর: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেই এক ম্যাচে পিঠের চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে ৷ 2 বছর আগে প্রত্যাবর্তনের পর ফের 50 ওভারের টুর্নামেন্ট খেলছেন তিনি ৷ এবার হার্দিক দলের সহ-অধিনায়ক ৷ চোটের পর কীভাবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ? ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলকে এক সাক্ষাৎকারে সেকথা জানান তিনি ৷ সেই প্রসঙ্গে তাঁর বক্তব্য, অলরাউন্ডার হিসেবে তিনি দ্বিগুণ বা তিনগুণ ওয়ার্কলোড নেন ৷ যা একজন স্পেশালিস্ট ব্যাটার বা বোলারের ক্ষেত্রে হয় না ৷
হার্দিকের কথায়, ‘‘অলরাউন্ডার হিসেবে আমার কাজের চাপ একজন স্পেশালিস্ট ক্রিকেটারের থেকে দুই থেকে তিনগুণ বেশি ৷ দলের একজন ব্যাটার মাঠে নেমে ব্যাট করেন, রান করেন এবং বেরিয়ে যান ৷ কিন্তু, আমাকে তার পরেও বোলিং করতে হয় ৷’’ তবে, হার্দিক পান্ডিয়াকে সাম্প্রতিক সময়ে সেই স্তরের ওয়ার্কলোড বা চাপ নিয়ে খেলতে খুব একটা দেখা যায়নি ৷ অন্তত ওয়ান ডে ক্রিকেটে তো নয়ই ৷ ব্যাটিং করলেও, কখনই হার্দিককে তাঁর কোটার সম্পূর্ণ ওভার শেষ করতে দেখা যায়নি ৷ ফলে বিশ্বকাপের আগে তিনি একশো শতাংশ ফিট কি না, সেই প্রশ্ন একাধিকবার উঠেছে ৷