পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারত-পাক মহারণ, বৈরিতার ব্যারিটোন ভেঙে সব পথ গিয়ে মিশছে মোতেরায় - marquee India Pakistan clash

শনিবার ভারত-পাক যুদ্ধের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে 'গ্রাউন্ড জিরো' নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ উৎকণ্ঠার চেনা মুখ, হতাশার বহিঃপ্রকাশ, উচ্ছ্বাস, আনন্দ তো রয়েছেই ৷ তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটের দক্ষযজ্ঞে বৈরিতার বেড়াজাল ভেঙে সব পথ গিয়ে মিশছে মোতেরায় ৷ মহারণের আগে আমেদাবাদের মুড নিয়ে লিখলেন ইটিভি ভারতের প্রতিনিধি মীনাক্ষী রাও ৷

ICC World Cup 2023
মোতেরায় কাল ভারত পাক

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 6:12 PM IST

Updated : Oct 13, 2023, 7:47 PM IST

আমেদাবাদ, 13 অক্টোবর:বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান কোনও যুদ্ধের চেয়ে কম কিছু নয় ৷ আর শনিবার সেই যুদ্ধের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে 'গ্রাউন্ড জিরো' নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ উৎকণ্ঠার চেনা মুখ, হতাশার বহিঃপ্রকাশ, উচ্ছ্বাস, আনন্দ তো রয়েছেই ৷ তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটের দক্ষযজ্ঞে বৈরিতার বেড়াজাল ভেঙে সব পথ গিয়ে মিশছে মোতেরায় ৷

উদ্দীপনায় 'অঘোষিত ফাইনাল' যে কোনওপ্রকার লাইন অফ কন্ট্রোলের ধার ধারবে না, তা বলাই বাহুল্য ৷ কারণ মোতেরার 1 লক্ষ 32 হাজারের জনসমুদ্র সামলানোর দায়িত্ব সামলাবেন মাত্র 11 হাজার পুলিশকর্মী ৷ জানালেন আমেদাবাদ পুলিশের শীর্ষ কর্তা জ্ঞানেন্দ্র সিং ৷ মোতেরার ত্রিসীমানায় নিরাপত্তার দায়িত্ব সামলাবেন 150 জন আইপিএস এবং আইএএস অফিসার ৷ অর্থাৎ, দর্শকের নিরিখে মোতায়েন হওয়া পুলিশকর্মীর সংখ্যা শতাংশের নিরিখে 0.8 ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে অবস্থিত বিশাল এই স্টেডিয়ামের পরিকাঠামো 1 লক্ষ 32 হাজার ক্রিকেটপ্রেমীর ভীড় সামলানোর জন্য দেশের অন্যান্য স্টেডিয়ামের তুলনায় অনেকটাই এগিয়ে ৷ যদিও পাকিস্তানি সমর্থকদের ভিসা সংক্রান্ত সমস্যার জন্য গ্যালারি বা স্ট্যান্ডে ভারতীয় সমর্থকদেরই যে আধিক্য থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ গ্যালারি থেকে এক লক্ষেরও বেশি জনসমর্থন রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি পাবে বলে মনে করা হচ্ছে ৷

তবে লক্ষাধিক ক্রিকেটপ্রেমী আগামিকাল কি শুধু বাইশ গজের লড়াই দেখবেন মোতেরায় ? না, বিনোদনের মশলাও রাখা হচ্ছে ভারত-পাক মহারণে ৷ ক্রিকেট উত্তাপে মোতেরার ক্রিকেটপ্রেমীদের সামনে সুরের মূর্ছনা তুলবেন অরিজিৎ সিং, শংকর মহাদেবন, সুখবিন্দর সিংরা ৷

আরও পড়ুন:ভারত-পাক ম্যাচ 'বয়কটে'র ডাক নেটপাড়ায়, ক্ষোভের মুখে অরিজিৎরাও

তবে প্রদীপের নীচে অন্ধকারও রয়েছে ৷ সোশাল মিডিয়ায় ভারত-পাক ম্যাচ বয়কটের ডাক বারংবার তুলেছে মৌলবাদীরা ৷ কিন্তু ক্রিকেট ছাপিয়ে কূটনৈতিক সম্পর্ক কখনোই বড় হতে পারেনি কখনও ৷ যেমন, 2005 সালে 'কূটনৈতিক সিরিজ'-এ ভারত-পাকিস্তান ম্যাচ পেশোয়ারে চলাকালীন কয়েক মাইল দূরেই ওসামা বিন লাদেন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন ৷ সে যাইহোক, আগামিকাল রোহিত শর্মা-বাবর আজমরা বুল রিংয়ে প্রবেশের আগে 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' কিংবা 'জয় হো'-র মতো গানগুলি ম্যাচের এক দিন আগে বারবার মাইকের জন্য পরীক্ষা করা হচ্ছে ৷ যা যুদ্ধের প্রস্তুতি জানান দিচ্ছে ৷

বিরাট কোহলি এবং বাবর আজমদের ব্যাটে রান আনবে নাকি জসপ্রীত বুমরাহ কিংবা শাহিন আফ্রিদিকে সুবিধা দেবে; নাকি কুলদীপ যাদব স্পিন জাদুতে ঘায়েল করবেন। তা নিয়ে চর্চা তুঙ্গে ৷ প্রতি রাতে হোটেল ভাড়া কয়েক লক্ষ টাকা, ভারতীয় অনুরাগীদের জন্যমুম্বই থেকে আমেদাবাদ দু'টি সুপারফাস্ট ট্রেন প্রদান, প্যাকড ফ্লাইটে ভক্তদের আমেদাবাদে অবতরণ, উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। অপেক্ষা শুরু বল গড়ানোর ৷

Last Updated : Oct 13, 2023, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details