মুম্বই, 4 জুলাই: দৌড়ে ছিলেন মনিন্দর সিং ও ৷ কিন্তু প্রোফাইলের বিচারে শুরু থেকেই অজিত আগরকর ছিলেন ফেভারিট ৷ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির নয়া চেয়ারম্য়ান হওয়া স্রেফ সময়ের অপেক্ষা ছিল মুম্বইকরের জন্য ৷ মঙ্গলবার সন্ধেয় তাতেই পড়ল সিলমোহর ৷ অজিত আগরকরকেই জাতীয় নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান পদে মান্যতা দিল তিন সদস্যের অ্যাডভাইজরি কমিটি ৷
দিন চারেক আগেই দিল্লি ক্য়াপিটালসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন অলরাউন্ডার ৷ দেওয়াল লিখনটা পরিষ্কার হয়ে গিয়েছিল তখনই ৷ অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার ৷ জাতীয় দলের জার্সি গায়ে 26টি টেস্ট ম্যাচ, 191টি ওয়ান-ডে এবং 4টি টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন আগরকর নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে ছিলেন সর্বাগ্রে (টেসেট খেলার নিরিখে) ৷ 2007 কুড়ি বিশের বিশ্বজয়ী দলেরও অংশ ছিলেন তিনি ৷
288টি টেস্ট উইকেট, 58টি ওয়ান-ডে উইকেটশিকারি বোর্ডের নির্বাচক কমিটির প্রধানের ব্যাট হাতে ওয়ান-ডে'তে 3টি অর্ধশতরানও রয়েছে ৷ শুধু তাই নয়, ওয়ান-ডে'তে দ্রুততম অর্ধশতরানের নজিরটি এখনও আগরকরের ঝুলিতেই ৷ পঞ্চাশ ওভারের ফরম্য়াটে দ্রুততম 50 উইকেটের নজিরও দখলে রেখেছেন মুম্বইকর ৷