মুম্বই, 8 মে : শিখর ধাওয়ানের পর এবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অজিঙ্কা রাহানে ৷ একই সঙ্গে তাঁর স্ত্রী রাধিকা রাহানেও ভ্যাকসিনের প্রথম ডোজ নেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় একটি ফটো শেয়ার করেন ৷ সেখানে দেখা যায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন তিনি ৷
নিজে ভ্যাকসিন নেওয়ার পর দেশবাসীর কাছে রাহানের আবেদন, যাঁর ভ্যাকসিন নেওয়ার যোগ্য অতি সত্বর ভ্যাকসিন নিন ৷ আজ টুইট করে রাহানে লেখেন, ‘‘ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমি সবাইকে অনুরোধ করব যদি যোগ্য হন নিজের নাম রেজিস্টার করুন ও ভ্যাকসিন নিন ৷’’
অজিঙ্কার স্ত্রী রাধিকাও ভ্যাকসিন নেওয়ার দুটি ছবি শেয়ার করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি ও অজিঙ্কা আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ আমরা ভ্যাকসিন নিলাম শুধু আমার জন্য নয়, আমার চারপাশে যাঁরা আছে তাঁদের জন্যও ৷ আমরা যোগ্য সবাইকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করছি ৷’’
আরও পড়ুন : টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড যাচ্ছেন বাংলার ঈশ্বরণ
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই কয়েকজন ক্রিকেটার দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করছেন ৷ দেশজুড়ে পরপর তিনদিন করোনা আক্রান্তের সংখ্যা 4 লাখের গণ্ডি পার করেছে ৷ শুক্রবার গোটা দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 4 লাখ 1 হাজার 78 জন ৷