পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ভাঙল এক যুগ আগের রেকর্ড! বিশ্বকাপে দ্রুততম শতরান মার্করামের ব্যাটে, তালিকায় কে কোথায়?

বিশ্বকাপের দ্রুততম শতরানের মালিক এডেন মার্করাম ৷ 49 বলে শতরান কেভিন ওব্রায়ানের এক যুগ পুরোনো রেকর্ড এদিন ভেঙে দিলেন ৷ মজার বিষয় হল কেভিনও এই রেকর্ড গড়েছিলেন ভারতের মাটিতেই ৷

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 7:16 PM IST

Updated : Oct 7, 2023, 7:42 PM IST

ICC World Cup 2023
বিশ্বকাপে দ্রুততম শতরান করলেন মার্করাম

নয়াদিল্লি, 7 অক্টোবর: বিশ্বকাপের সফর শুরুর দিনেই ইতিহাস গড়ল প্রোটিয়ারা ৷ চোকার্স তকমা ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে এদিন মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার ৷ আর সেই ম্যাচেই ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার টি-20 দলের অধিনায়ক এইডেন মার্করাম ৷ যিনি মারকুটে শটের জন্য়ই বেশি প্রসিদ্ধ ক্রিকেটমহলে ৷ এদিন প্রোটিয়া ব্যাটারের সেই স্বভাবেরই চাক্ষুষ প্রমাণ পেল লঙ্কা বাহিনি ৷ পুরনো সব রেকর্ড ভেঙে শনিবার বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন মার্করাম ৷ তিনি পিছনে ফেললেন আইরিশ ব্যাটার কেভিন ও'ব্রায়েন এবং অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকে ৷

এক যুগ পুরোনো রেকর্ড ভেঙে করে 49 বলে মারকুটে শতরান পূর্ণ করেন মার্করাম ৷ শনিবার তিনি ইনিংস সাজিয়েছিলেন 14টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি দিয়ে ৷ এর আগে 2011 সালে 50 বলে শতরান করে তালিকায় শীর্ষস্থান দখল করেন কেভিন ওব্রায়েন ৷ সেবারও ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে মাত্র 63 বলে 13টি চার এবং 6টি ছক্কা দিয়ে সাজানো 113 রানের ইনিংস খেলেন তিনি ৷ যার জেরে 327 রানের বড় স্কোর তাড়া করতে নেমেও সেদিন জয় তুলে নিয়েছিল আইরিশ বাহিনি ৷

অন্য়দিকে শনিবারের ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিক করল দক্ষিণ আফ্রিকা ৷ মার্করাম ছাড়াও সেঞ্চুরি পান ওপেনার কুইন্টন ডি'কক এবং ভ্যান ডার ডুসেন ৷ ফলত আজকের ম্যাচেও রানের পাহাড়া গড়েছে দক্ষিণ আফ্রিকা ৷ শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য় এদিন 429 রানের বিশাল টার্গেট রেখেছে প্রোটিয়ারা ৷

আরও পড়ুন:বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড মার্করামের, রানের পাহাড়ে প্রোটিয়াবাহিনী

8 বছর আগে বিশ্বকাপের তৃতীয় দ্রুততম সেঞ্চুরিটি এসেছিল গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ৷ তিনি এই মাইলফলক ছুঁয়েছিলেন 51 বলে ৷ 2015 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মারমুখী ইনিংসটি খেলেন ম্যাক্সি ৷ 10টি চার এবং 4টি ছয় দিয়ে সাজানো এই ইনিংসের সৌজন্য়ে সেদিন 376 রানের বিশাল পাহাড় খাড়া করেছিল অস্ট্রেলিয়া ৷ শ্রীলঙ্কাকে সে ম্যাচে 64 রানে হারায় তারা ৷

Last Updated : Oct 7, 2023, 7:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details