পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

CWC Fixtures: 15 অক্টোবর মোতেরায় ভারত-পাক মহারণ, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচির প্রতীক্ষায় ক্রিকেটপ্রেমীরা - India Pakistan ODI World Cup match

আগামী 15 অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (মোতেরার পরিবর্তিত নাম) বাবর আজমের দলের মুখোমুখি হতে চলেছে 'মেন ইন ব্লু' ৷ অর্থাৎ, সর্ববৃহৎ স্টেডিয়ামেই হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি ৷

CWC Fixtures
15 অক্টোবর মোতেরায় ভারত-পাক মহারণ

By

Published : Jun 12, 2023, 7:59 PM IST

Updated : Jun 12, 2023, 8:28 PM IST

মুম্বই, 12 জুন:আইসিসি'র ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে ভারতের লাগাতার ব্যর্থতা জারি ৷ রবিবার ওভালে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরেছে টিম ইন্ডিয়া ৷ অজিদের কাছে 209 রানে পর্যুদস্ত হওয়ার পর অনুরাগীদের সমালোচনায় বিদ্ধ বিরাট-রোহিত-শুভমনরা ৷ তবে টেস্ট চ্যাম্পিয়ন হেরে শোকে মূহ্যমান হওয়ার সময় নেই রোহিত অ্যান্ড কোম্পানির ৷ কারণ, কয়েকমাস বাদেই ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভুলে সেই মেগা ইভেন্টে ভারতীয় দলকে ফোকাস করার পরামর্শ দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি ৷ সেই বিশ্বকাপ নিয়েই, বলা ভালো বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের ভেন্যু সামনে এল অফিসিয়াল ঘোষণার আগেই ৷ কী সেই তথ্য?

আগামী 15 অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (মোতেরার পরিবর্তিত নাম) বাবর আজমের দলের মুখোমুখি হতে চলেছে 'মেন ইন ব্লু' ৷ অর্থাৎ, সর্ববৃহৎ স্টেডিয়ামেই হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি ৷ খুব শীঘ্রই প্রকাশিত হবে পূর্ণাঙ্গ সূচি ৷ তার আগে ভেন্যু নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে প্রদান করা ভারতীয় ক্রিকেট বোর্ডের খসড়া সামনে এসেছে ৷ সেই খসড়া অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 অক্টোবর চেন্নাইয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল ৷

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি সত্যি হলে, আইসিসি'র ফ্ল্যাগশিপ এই ইভেন্টের সেমিফাইনাল দু'টি অনুষ্ঠিত হবে 15 এবং 16 নভেম্বর ৷ আর মেগা ফাইনালের আসর বসবে আগামী 19 নভেম্বর ৷ ভারতীয় দল তাঁদের লিগ ম্যাচগুলো ন'টি আলাদা ভেন্যুতে খেলবে বলেও প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট রিপোর্টে ৷ আইসিসি'র পাশাপাশি ভেন্যু নিয়ে খসড়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলা অন্যান্য দেশগুলির কাছে ৷ পাকিস্তানের প্রস্তাবিত দ্বিতীয় হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পরই গতি এসেছে বিশ্বকাপের সূচি প্রকাশের বিষয়টিতে ৷ কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালি তা ঘোষণাও করবে আইসিসি ৷

আরও পড়ুন:আম্পায়ারিংয়ের সমালোচনা করে 115 শতাংশ জরিমানা শুভমনের

5 অক্টোবর অস্ট্রেলিয়ার পর 8 অক্টোবর নয়াদিল্লিতে আফগান চ্য়ালেঞ্জ সামলাবে ভারতীয় দল ৷ পাকিস্তান পরবর্তী দু'টি ম্যাচ ভারত খেলবে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ 5 নভেম্বর ভারত খেলবে প্রোটিয়াদের বিরুদ্ধে ৷

Last Updated : Jun 12, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details