দুবাই, 25 অক্টোবর : অপেক্ষার অবসান ৷ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের নয়া দুই দল এবং ফ্র্য়াঞ্চাইজির মালিকের নাম ৷ আদানি গ্রুপ এবং গ্লেজার্স পরিবারকে (ম্যান ইউ মালিক) পিছনে ফেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নয়া দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা গেল সিভিসি ক্যাপিটালস ও আরপিএসজি'র হাতে ৷ এই দুই'য়ের হাত ধরে 2022 আইপিএল থেকে নয়া দুই দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে আহমেদাবাদ ও লখনউ ৷ সেক্ষেত্রে আইপিএলের আঙিনায় সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের প্রত্যাবর্তন হতে চলেছে বলা যায় ৷ কারণ 2016 এবং 2017 আইপিএলে ধোনি নেতৃত্বাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টও ছিল আরপিএসজি গ্রুপের মালিকানাধীন ৷
দৌড়ে আহমেদাবাদ, লখনউয়ের সঙ্গে ছিল কটক, ধরমশালা, গুয়াহাটির মত শহরগুলি ৷ তবে সকলকে পিছনে ফেলে প্রত্যাশামতই বিড জিতে নিল এই দুই শহর ৷ তেমনই সিভিসি ক্যাপিটালস ও আরপিএসজি'র সঙ্গে নয়া ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে ছিল আদানি গ্রুপ, টোরেন্ট ফার্মা, এইচ টি মিডিয়া, জিন্দাল পাওয়ার অ্যান্ড স্টিল, কোটাক গ্রুপ প্রমুখ ৷ তবে দরপত্র তোলার শেষদিন সকলকে অবাক করে উঠে এসেছিল গ্লেজার্স পরিবারের নাম ৷ যুক্তরাষ্ট্রের এই পরিবারের হাতেই রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের মালিকানা ৷
নাম উঠে আসে বলিউডের সেলেব জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোনেরও ৷ সোমবার সকাল থেকে কানাঘুষো শোনা যেতে থাকে আদানি গ্রুপের সঙ্গে গ্লেজার্স পরিবার কার্যত নিশ্চিত নয়া দুই ফ্র্যাঞ্চাইজি হিসেবে, স্রেফ ঘোষণার অপেক্ষা ৷ বিড অনুমোদন হওয়ার পর এদিন দুবাইয়ে গ্লেজার্স ফ্য়ামিলির প্রতিনিধিরা পৌঁছানোয় জল্পনা আরও তীব্র হয় ৷ দীর্ঘ অপেক্ষার পর সন্ধে ভারতীয় সময় সন্ধে 7টা নাগাদ নয়া দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের নাম প্রকাশ্যে আসে ৷