কলকাতা, 18 ফেব্রুয়ারি : একটা সময় মনে হচ্ছিল নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েলের ব্যাটে ভারত সফরে প্রথম জয়টা পেতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু টিম ইন্ডিয়ার পাহাড়প্রমাণ রানের সামনে শেষ পর্যন্ত পেরে উঠল না ক্যারিবিয়ানরা ৷ 187 রান তাড়া করতে নেমে 178 রানেই থমকে গেল কায়রন পোলার্ড অ্যান্ড কোম্পানি ৷ 8 রানে জিতে ওয়ান-ডে সিরিজের পর টি-20 সিরিজও পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া (India beat WI by 8 runs in second T20I) ৷
বিরাট কোহলি এবং ঋষভ পন্থের অর্ধশতরানে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান তোলে ভারত ৷ 41 বলে 52 রান করেন বিরাট (7টি চার, 1টি ছয়) ৷ 28 বলে 52 রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ (7টি চার, 1টি ছয়) ৷ 18 বলে 33 রানের ঝোড়ো ইনিংস আসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটেও ৷ মূলত বিরাটের দায়িত্বশীল ব্যাটই এদিন বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷ সেই ভিতেই ইমারৎ গড়েন পন্থ-আইয়ার জুটি ৷ পঞ্চম উইকেটে 35 বলে 76 রানের জুটি গড়েন দু'জনে ৷ রস্টন চেজ 25 রানে নেন 3 উইকেট ৷