লাহোর, 21 সেপ্টেম্বর : নিউজ়িল্যান্ডের পর এবার পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিল ইংল্যান্ডও ৷ অক্টোবরে সীমিত ওভারের সিরিজ় খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের ৷ কিন্তু ইসিবি সফর বাতিল করার কথা জানিয়ে দিয়েছে ৷ ইংল্যান্ডের পুরুষ বা মহিলা কোনও দলই পাকিস্তান যাবে না ৷ নিরাপত্তার কারণ দেখিয়ে কিছুদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকার করে নিউজ়িল্যান্ড ৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপেও সিদ্ধান্ত থেকে টলানো যায়নি কিউয়িদের ৷ সেই লজ্জা ও অপমান এখনও পুরোপুরিভাবে হজম হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ৷ তার রেশ কাটতে না কাটতেই এবার ইংল্যান্ডও পাক সফর বাতিল করার কথা জানিয়ে দিল ৷
নিঃসন্দেহে এই দুই ঘটনা পাক ক্রিকেটের কাছে বড় ধাক্কা ৷ ইংল্যান্ড, নিউজ়িল্যান্ডের মতো শক্তিধর ক্রিকেট খেলিয়ে দেশগুলির এমন সিদ্ধান্তে রেগে আগুন সদ্য পিসিবির চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়া রামিজ রাজা ৷ বাইশ গজে এই অপমানের জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছেন তিনি ৷ রামিজ বলেছেন, সামনেই টি-20 বিশ্বকাপ ৷ এতদিন আমরা শুধু একটা দলকে টার্গেট করে এগোতাম ৷ সেটি হল প্রতিবেশী দেশ ভারত ৷ এবার তার সঙ্গে আরও দুটি দল যোগ হল ৷ তোমরা আমাদের সঙ্গে যা করেছ তা ঠিক নয় ৷ মাঠে এর বদলা নেব ৷ এরপর দলের ক্রিকেটারের উদ্দেশে পিসিবি চেয়ারম্যানের বার্তা, "শক্তি সঞ্চয় করো আর জেতার মানসিকতা নিয়ে এগিয়ে চল ৷"