পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: 'প্রত্যাশিত শুরু নয়', সেরা ক্রিকেট খেলে ফিরে আসার বার্তা দিলেন বাটলার - জস বাটলার

এমনভাবে বিশ্বকাপের যাত্রা শুরু হতে চলেছে ভাবতেও পারেননি তাঁরা ৷ আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর সাংবাদিক বৈঠকে ঠিক এমনটাই বললেন জস বাটলার ৷ তিনি এও জানান, এখন সবচেয়ে জরুরি হল বিশ্বাসটা ধরে রাখা ৷

ICC World Cup 2023
আফগানিস্তানের বিরুদ্ধের হারের পর মুখ খুললেন জস বাটলার

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 8:02 PM IST

Updated : Oct 17, 2023, 3:00 PM IST

নয়া দিল্লি, 16 অক্টোবর:গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ সফরের শুরুটা মোটেই ভালো হয়নি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচেই হারের সম্মুখীন হতে হয়েছিল তাদের ৷ এরপর বাংলাদেশের বিরুদ্ধে ধরমশালার ময়দানে আবার জয়ে ফিরেছিল জস বাটলারের দল ৷ কিন্তু ফের আফগানিস্তানের বিরুদ্ধে তরী ডুবল তাদের ৷ নয়াদিল্লির ছোট স্টেডিয়ামেও 50 ওভারে 285 রান তুলতে ব্যর্থ ব্রিটিশরা ৷

বিশেষত মুজিব-উর-রহমান এবং রাশিদ খানের সামনে রবিবার অসহায় আতসমর্পণ করতে হয়েছে 'থ্রি-লায়ন্স'কে ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে অধিনায়ক বাটলার মুখ খোলেন এই হার নিয়ে ৷ তিনি বলেন, "আমি তো আগেই বললাম এভাবে টুর্নামেন্টটা শুরু হোক আমরা কেউই চাইনি ৷ কিন্তু এখন যা পরিস্থিতি তাতে এগিয়ে যেতে গেলে আমাদের সেরা ক্রিকেট উপহার দিতে হবে ৷"

তিনি আরও বলেন, "আমাদের জন্য় এটা একটা বড় ধাক্কা ৷ টুর্নামেন্ট শুরু আগে নিশ্চয়ই আমরা ভাবিনি যে প্রথম তিনটে ম্যাচ এরকম যাবে ৷ আমাদের দৃঢ়তা কতখানি তা দেখানোর সময় এসেছে ৷ দলের মধ্যে স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রাখাটা জরুরি ৷ আর শুধু তাই নয় দলের জন্য আত্মবিশ্বাস একান্ত প্রয়োজন ৷ আমাদের প্রচুর ভালো ক্রিকেটার আছে কিন্তু আমরা আজ যথেষ্ট ভালো খেলতে পারিনি ৷ কিন্তু আমাদের বিশ্বাসটা ধরে রাখতে হবে ৷"

আরও পড়ুন:'দিল্লি সচ মে দিলওয়ালো কি হ্যায়' ব্রিটিশের বিরুদ্ধে জয়ের পর ফ্যানেদের জন্য লিখলেন রাশিদ

রবিবার ম্যাচের রং বদলে দিয়েছিল রহমনউল্লাহ গুরবাজের 80 রানের ইনিংস ৷ এই নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আমরা খুব খারাপ শুরু করেছিলাম ৷ ম্যাচের প্রথম বলটাই আমি মিস করি ৷ আর সেটাই পরের 10 ওভারের পটভূমি তৈরি করেছে ৷ আমরা যে জায়গাগুলোয় বল করতে চেয়েছিলাম সেখানে বল করতে পরিনি ৷ গুরুবাজেরও প্রশংস করতে হবে যে ও আমাদের চাপে রাখত পেরেছিল ৷" প্রসঙ্গত, আগামী 21 অক্টোবর ফের মাঠে নামতে চলেছে ইংল্যান্ড ৷ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷ অন্যদিকে 29 অক্টোবর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা মাঠে নামবে ভারতের বিরুদ্ধে ৷

Last Updated : Oct 17, 2023, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details