পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: শাকিবকে নিয়ে সংশয়, বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় লক্ষ্য প্রোটিয়াদের - শাকিব আল হাসান

South Africa vs Bangladesh in ICC Cricket World Cup: বাংলাদেশের বিরুদ্ধে মঙ্গলবার ওয়াংখেড়ে ব্যাটিং সহায়ক পিচে নামছে দক্ষিণ আফ্রিকা ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে লিগের এই ম্যাচে সেরা দল হিসেবে নামবে প্রোটিয়াস ৷

Image Courtesy: ICC Cricket World Cup X
Image Courtesy: ICC Cricket World Cup X

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 9:03 PM IST

মুম্বই, 23 অক্টোবর: বিশ্বকাপে ধারাবাহিকভাবে বড় রান করা দলগুলির মধ্যে সবার আগে থাকবে দক্ষিণ আফ্রিকা ৷ শনিবার ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক পিচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে 399 রান তুলেছিল প্রোটিয়া ব্রিগেড ৷ যা ধারে কাছে পৌঁছতে পারেননি জস বাটলাররা ৷ মাত্র 170 রানে অল-আউট হয়ে যায় থ্রি-লায়ন্স ৷ 229 রানের বিশাল জয়ের সেই রেশ সঙ্গে নিয়ে মঙ্গলবার ফের ওয়াংখেড়ের মাঠে নামছে বাংলাদেশ ৷ আর এবার তাঁদের প্রতিপক্ষ বাংলাদেশ ৷ ভারতের বিরুদ্ধে পুণের ম্যাচে হেরে আগামিকাল ভয়ংকর ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবেন তেম্বা বাভুমারা ৷

তবে, দুই দলের ক্ষেত্রেই একটা জিনিস কমন ৷ আর তা হল, তাঁদের অধিনায়কদের গত ম্যাচে প্রথম একাদশে না থাকা ৷ তেম্বা বাভুমার বদলে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া এডেন মার্করাম পুরো নম্বর নিয়ে পাশ করেছেন ৷ কিন্তু, শাকিব-আল-হাসানের বদলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া নাজমুল হাসান শান্ত ভারতের বিরুদ্ধে ব্যর্থ ৷ তিনি নিজে যেমন রান পাননি, তেমনি মাঠে নেমে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন ৷

অন্যদিকে, ওয়াংখেড়ের বাইশ গজে মঙ্গলবার ফের একবার জ্বলে উঠতে পারেন রিজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন ৷ যাঁরা শুরু থেকে মাঝের ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভালোরকম গতিতে চালিয়েছিলেন ৷ এরপর শেষ 15 ওভারে এনরিক ক্লাসেন এবং মার্কো ইয়ানসেনের মতো বিস্ফোরক ব্যাটাররা রয়েছেন ৷ ক্লাসেন গত ম্যাচে শেষ 10 ওভারে ব্রিটিশ বোলিংকে ধ্বংস করে দিয়েছিলেন ৷ ডেভিড মিলারও ভয়ংকর হয়ে উঠে পারেন বাংলাদেশের বিরুদ্ধে ৷ যিনি এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সেভাবে কিছু করতে পারেননি ৷

আরও পড়ুন:ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি

পুণের পিচে বোলারদের জন্য সামান্য সাহায্য থাকলেও, ওয়াংখেড়েতে বাংলাদেশ বোলাররা তার নামমাত্র পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ লালমাটির পিচে ঠিকঠাক বল করতে পারলে, উইকেট তোলা কঠিন নয় ৷ কিন্তু, বাংলাদেশ বোলিংয়ের মান শাকিবকে ছাড়া যে কতটা নিম্নস্তরের তা, ভারত গত 19 অক্টোবর দেখিয়ে দিয়েছে ৷ আর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট পাওয়া শাকিব আগামিকালের ম্যাচে খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷ তাঁকে বাংলাদেশের অনুশীলনে দেখা যায়নি ৷ এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার সামনে সুবর্ণ সুযোগ রয়েছে, নিউজিল্যান্ডকে টপকে দ্বিতীয়স্থানে উঠে যাওয়ার ৷

ABOUT THE AUTHOR

...view details