মুম্বই, 1 মে: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে কাউন্টিতে অংশ নিচ্ছেন স্টিভ স্মিথ ৷ তাও আবার চেতেশ্বর পূজারার নেতৃত্বে সাসেক্সের হয়ে ৷ আগামী মাসের 7 তারিখ ওভালে অস্ট্রেলিয়া এবং ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়মনশিপের ফাইনালে খেলবে ৷ তার আগে ইংল্যান্ডের আবহাওয়ায় নিজেকে প্রস্তুত করতে 3টি ম্যাচ খেলবেন স্মিথ ৷ পূজারা নতুন মরশুমের শুরু থেকেই সাসেক্সের হয়ে কাউন্টি খেলছেন ৷ শেষ ম্যাচে গ্লোকাসের বিরুদ্ধে 151 রান করেছিলেন ৷
কাউন্টিতে চলতি মরশুমের প্রথম ম্যাচেও 115 রান করেছিলেন চেতেশ্বর পূজারা ৷ সাসেক্সের জার্সিতে খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে ভালোমতোই তৈরি করছেন সৌরাষ্ট্র ব্যাটার ৷ যা ওভালে ডব্লিউটিসি ফাইনালের আগে ভারতের জন্য ইতিবাচক বার্তা ৷ পূজারা এ বছর শুরু থেকেই সাসেক্সের হয়ে অধিনায়কত্ব করছেন ৷ শোনা গিয়েছে, স্টিভ স্মিথকে কাউন্টি দলে নিয়ে আসার পিছনে পূজারার বড় হাত রয়েছে ৷ যাঁর বিরুদ্ধে কয়েকদিনে বাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত, তাঁকেই ইংল্যান্ডের পরিবেশে খেলার সুযোগ করিয়ে দৃষ্টান্তমূলক বার্তা দিলেন ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের স্তম্ভ !