কলম্বো, 12 সেপ্টেম্বর: এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে 228 রানে দুরমুশ করেছে ভারত ৷ সেই ম্যাচ শেষ হওয়ার 16 ঘণ্টার মধ্যে আবারও মাঠে নামতে হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ৷ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত ৷ যা নিয়ে পাকিস্তান ম্যাচের সেরা বিরাট বলেই ফেললেন, তাঁর 15 বছরের কেরিয়ারে এমন অভিজ্ঞতা প্রথমবার হচ্ছে ৷ যেখানে দু’দিন ধরে একটা 50 ওভারের ম্যাচ খেলে পরেরদিন আরেকটি ম্যাচে নামতে হবে ভারতকে ৷
এই পরিস্থিতিতে আলোচনায় ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্ক লোড ৷ কীভাবে ক্রিকেটাররা সামলাবেন পরপর দু’দিন ম্যাচ খেলার এই চাপ ? ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বিরাট বলেন, ‘‘15 বছরের কেরিয়ারে এটা প্রথমবার হচ্ছে ৷ তিনদিন ধরে দু’টো 50 ওভারের ম্যাচ খেলব ৷ শরীরকে তার জন্য দ্রুত তৈরি করতে হবে ৷ তবে, টেস্ট ক্রিকেট খেলার কারণে, এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারব ৷’’
ভারতের তুলনায় বর্তমান শ্রীলঙ্কা দল ততটা কঠিন প্রতিপক্ষ নয় ৷ কিন্তু, ঘরের মাঠে চেনা পরিবেশে প্রেমদাসার উইকেটে ভয়ংকর হয়ে উঠতে পারেন শ্রীলঙ্কানরা ৷ বিশেষত, তাদের বোলিং বিভাগ ৷ মহিশ তিকসানা, মাথিসা পাথিরানা, দসুন শনাকারা ভারতীয় ব্যাটারদের চ্যালেঞ্জ করতে পারেন ৷ আবার ব্যাটে কুশল মেন্ডিস, সমরবিক্রমারা বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন ৷ তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট ৷