লখনউ, 3 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে আফগানরা উঠতে পারবে কি, পারবে না ? তা সময় বলবে ৷ কিন্তু, এবারের বিশ্বকাপ মনে থেকে যাবে আফগানিস্তানের লড়াইয়ের জন্য ৷ কারণ, গতবার পয়েন্টস টেবিলে সবার নিচে থাকা আফগানরা, প্রবলভাবে চলে এসেছে শেষ চারের দৌড়ে ৷ হাসমাতুল্লাহ শাহিদি, রশিদ খান এবং রহমানুল্লাহ গুরবাজদের এই সাফল্য আজও চর্চার বিষয় ৷ একানা স্টেডিয়ামে এদিন 7 উইকেটে ম্যাচ জিতে 5 নম্বরে উঠে এল আফগানরা ৷
নেদারল্যান্ডসের দেওয়া 180 রান তাড়া করতে নেমে আফগানিস্তানের লাগল 31.3 ওভার ৷ এদিন অবশ্য আফগানদের দুই ওপেনারই ব্যর্থ ৷ গুরবাজের ব্যাটে এল 10 রান ৷ 20 রান করে ফেরেন ইব্রাহিম জাদরান ৷ যদিও হাসমাদুল্লাহ শাহিদির ক্যাপ্টেনস নকে (64 বলে 56) অনায়াস জয় তুলে নেয় আফগানিস্তান ৷ যোগ্য সঙ্গত দেন রহমত শাহ (54 বলে 52) ৷ শেষটা করেন আজমাতুল্লাহ ওমরাজাই (31 রান) ৷
প্রথমে বল করে মাত্র 179 রানে ডাচদের প্রথম ইনিংস শেষ করে দিয়েছিলেন মহম্মদ নবিরা ৷ কিন্তু, এখানে আফগান বোলারদের থেকে ফিল্ডারদের কৃতিত্বটা কিছুটা হলেও বেশি ৷ নেদারল্যান্ডসের দশ উইকেটের মধ্যে 4টি রান-আউট ৷ ওপেনার ম্যাক্স ওডউড থেকে পাঁচ নম্বর পর্যন্ত সকলেই এ দিন রান-আউট হলেন ৷ আর বাকি কাজটা করলেন অভিজ্ঞ অফস্পিনার মহম্মদ নবি ৷ তিনি 9.3 ওভারে 1টি মেডেন-সহ 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ 2টি উইকেট পেয়েছেন নূর আহমেদ ৷ রাশিদ 10 ওভারে 31 রান দিলেও উইকেট পাননি ৷