পুনে, 30 অক্টোবর: তালিবানি শাসনে আফগান শিশুদের এখন ঘুম ভাঙে ভারি বুটের আওয়াজ ও বারুদের গন্ধে ৷ কিন্তু বাইশ গজের বিশ্বকাপে আফগানি শাসন অব্যাহত ৷ চলতি বিশ্বকাপে তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে নজির গড়লেন রশিদ-শাহিদিরা ৷
আফগানিস্তানের জন্য চলতি বিশ্বকাপের শুরুটা তেমন ভালো হয়নি ৷ তবে সেই বিশ্বকাপ সফরই যে স্বপ্নের যাত্রা হয়ে উঠবে তাও কি কেউ জানতো ? আফগানি শাসনে পর্যুদস্ত হল তিন বিশ্বচ্যাম্পিয়ন ৷ এবারের বিশ্বকাপে তাঁদের প্রথম জয় এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ 2019 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের তারা হারিয়েছিল 69 রানে ৷ দ্বিতীয় জয় পাকিস্তানের বিরুদ্ধে ৷ 1992 সালে বিশ্বচ্যাম্পিয়নদের 8 উইকেটে হারান রাশিদরা ৷ আর সোমবার 7 উইকেটে তাঁরা জয় তুলে নিল 1996-এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৷
এই তৃতীয় জয়ের ফলে পয়েন্ট টেবিলেও তিন বিশ্ব চ্যাম্পিয়নকেও পিছনে ফেলল বাইশ গজের আফগানি সেনারা ৷ তিনটি জয়ের জেরে লিগ টেবিলে হাসমতউল্লাহ শাহিদিরা উঠে এল পাঁচ নম্বরে ৷ ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, সাত নম্বরে রয়েছে পাকিস্তান ৷ আর গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে লিগ টেবিলের একদম শেষে অর্থাৎ দশম স্থানে ৷
তৃতীয় জয় পেতে আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল 242 রান ৷ বোলিংয়ের মতোই ব্যাটিংয়ের ক্ষেত্রেও শুরু থেকেই অব্যাহত আফগান রাজ ৷ রহমতউল্লাহ গুরবাজ এদিন রান পাননি ৷ তবে ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই এবং অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির যৌথ প্রয়াসে এদিন জয় তুলে নেয় আফগানি সেনা ৷