পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে আফগানি শাসন ! রহমতদের হাতে পর্যুদস্ত তিন বিশ্বচ্যাম্পিয়ন - আফগানি শাসনে পর্যুদস্ত তিন বিশ্বচ্যাম্পিয়ন

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল আফগানিস্তান ৷ ইংল্যান্ড ও পাকিস্তানের পর সোমবার তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও পর্যুদস্ত করল তারা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:05 PM IST

Updated : Oct 30, 2023, 10:41 PM IST

পুনে, 30 অক্টোবর: তালিবানি শাসনে আফগান শিশুদের এখন ঘুম ভাঙে ভারি বুটের আওয়াজ ও বারুদের গন্ধে ৷ কিন্তু বাইশ গজের বিশ্বকাপে আফগানি শাসন অব্যাহত ৷ চলতি বিশ্বকাপে তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে নজির গড়লেন রশিদ-শাহিদিরা ৷

আফগানিস্তানের জন্য চলতি বিশ্বকাপের শুরুটা তেমন ভালো হয়নি ৷ তবে সেই বিশ্বকাপ সফরই যে স্বপ্নের যাত্রা হয়ে উঠবে তাও কি কেউ জানতো ? আফগানি শাসনে পর্যুদস্ত হল তিন বিশ্বচ্যাম্পিয়ন ৷ এবারের বিশ্বকাপে তাঁদের প্রথম জয় এসেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ 2019 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের তারা হারিয়েছিল 69 রানে ৷ দ্বিতীয় জয় পাকিস্তানের বিরুদ্ধে ৷ 1992 সালে বিশ্বচ্যাম্পিয়নদের 8 উইকেটে হারান রাশিদরা ৷ আর সোমবার 7 উইকেটে তাঁরা জয় তুলে নিল 1996-এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধেও ৷

এই তৃতীয় জয়ের ফলে পয়েন্ট টেবিলেও তিন বিশ্ব চ্যাম্পিয়নকেও পিছনে ফেলল বাইশ গজের আফগানি সেনারা ৷ তিনটি জয়ের জেরে লিগ টেবিলে হাসমতউল্লাহ শাহিদিরা উঠে এল পাঁচ নম্বরে ৷ ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা, সাত নম্বরে রয়েছে পাকিস্তান ৷ আর গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে লিগ টেবিলের একদম শেষে অর্থাৎ দশম স্থানে ৷

তৃতীয় জয় পেতে আফগানিস্তানের সামনে লক্ষ্য ছিল 242 রান ৷ বোলিংয়ের মতোই ব্যাটিংয়ের ক্ষেত্রেও শুরু থেকেই অব্যাহত আফগান রাজ ৷ রহমতউল্লাহ গুরবাজ এদিন রান পাননি ৷ তবে ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই এবং অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির যৌথ প্রয়াসে এদিন জয় তুলে নেয় আফগানি সেনা ৷

প্রথম অর্শতরানটি আসে রহমত শাহের ব্যাট থেকে ৷ 7টি চার দিয়ে সাজানো 62 রানের ইনিংস খেলেন তিনি ৷ আর তারপর দলকে জয় এনে দেয় আজমতুল্লাহ ওমরজাই এবং অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির জোড়া হাফ-সেঞ্চুরি ৷ 111 রানের পার্টনারশিপ গড়ে দলকে জয় এনে দেন শাহিদি এবং ওমরজাই ৷ ম্যাচ জেতানো 73 রানে করেন ওমরজাই এবং অধিনায়কোচিত 58 রান উপহার দেন শাহিদি ৷

আরও পড়ুন:শততম ম্যাচে অনুজ্জ্বল রশিদ, লঙ্কাবাহিনীকে বেঁধে রাখল আফগানরা

চলতি বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ আখ্যা দেওয়া যায় খুব সহজেই ৷ নেদারল্যান্ডস, আফাগানিস্তানের মতো তথাকথিত ছোট দলগুলিও বুঝিয়ে দিয়েছে তাদের হালকাভাবে নিলেই বিপদ ৷ যে কোনও দিন যে কোনও দল হয়ে উঠতে পারে জায়েন্ট কিলার ৷ এদিন ফের একবার সামর্থের প্রমাণ রাখল আফগানিস্তান ৷ শ্রীলঙ্কা এই বিশ্বকাপে জায়েন্ট হয়ে উঠতে না পারলেও কৌলিন্যে আফগানবাহিনীর থেকে অনেকটাই এগিয়ে ৷ কিন্তু বোলিং-ব্যাটিং-ফিল্ডিং সমস্ত বিভাগেই পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কিস্তিমাত করল আফগানিস্তান ৷

আরও পড়ুন:শামি-বুমরার সঙ্গে টেকনিক্যাল নয়, কৌশলগত আলোচনাই হয়; দাবি বোলিং কোচের

Last Updated : Oct 30, 2023, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details