পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: দিল্লিতে মুজিবদের দাদাগিরি, বিশ্বচ্যাম্পিয়নকে উড়িয়ে হুংকার আফগানদের - আফগানিস্তান

ICC Cricket World Cup 2023: গতবারের চ্যাম্পিয়ন ৷ চলতি বিশ্বকাপের অন্যতম দাবিদার ৷ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সেই ইংল্যান্ডকেই পেরে ফেলল আফগানিস্তান ৷ দাদাগিরি দেখালেন মুজিব-উর রহমান, রশিদ খানরা ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 9:29 PM IST

Updated : Oct 15, 2023, 10:58 PM IST

নয়াদিল্লি, 15 অক্টোবর: ‘আফগানিস্তানের এই টিমের বিশ্বকাপে যেকোনও দলকে হারানোর ক্ষমতা রয়েছে’ ৷ রশিদ খান, মুজিব-উর রহমানরা হেডস্যর জোনাথন ট্রটের কথাকে সত্যি প্রমাণ করতে সময় নিলেন মাত্র 24 ঘণ্টা ৷ নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ট্রটের দেশকেই উড়িয়ে দিলেন আফগানরা ৷ 285 রান তাড়া করতে নেমে 215 রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড ৷ 69 রানে ‘থ্রি লায়ন্স’কে হারিয়ে দিল ‘হাসমাত অ্যান্ড কোং’ ৷

ব্যাটিং সহায়ক উইকেট ৷ প্রথমে ব্যাট করে রহমতুল্লাহ গুরবাজ, ইকরাম আলি খিলদের ব্যাটে ভর করে 282 রানের বিশাল ইনিংস গড়েছিল আফগানিস্তান ৷ দ্বিতীয় ইনিংসে পিচ ভাঙলেও তাকে কোনওভাবেই বোলারদের স্বর্গরাজ্য বলা যাবে না ৷ সেই পিচেই দাদাগিরি দেখালেন মুজিব-উর রহমান, রশিদ খানরা ৷ 8 উইকেট নিয়ে ইংল্যান্ডের জো রুট, জস বাটলার সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে ছাড়খার করে দিলেন গান্ধারদেশের স্পিনাররাই ৷

আরও পড়ুন: অনায়াসে পাক-বধের রহস্য কী ? ড্রেসিংরুমের রহস্যভেদ সহ-অধিনায়ক হার্দিকের

ইংল্যান্ডকে ভাঙার শুরুটা করেছিলেন ফাজাল ফারুকি ৷ শুরুতেই জনি বেয়ারস্টোকে (4 বলে 2 রান) ফেরান আফগান পেসার ৷ খানিক পরেই মুজিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ক্রিজ ছাড়েন জো রুট (17 বলে 11 রান) ৷ মাঝে ডেভিড মালান (39 বলে 32 রান) ও হ্যারি ব্রুক (61 বলে 66 রান) চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ মালান ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিং লাইন-আপ ৷ শেষ পর্যন্ত ব্রুক একা দলকে টানার চেষ্টা করলেও তিনি ফেরার পরই ইংল্যান্ডের যাবতীয় আশা শেষ হয়ে যায় ৷

আরও পড়ুন: ভারত ছাড়া ইডেনে বাকি ম্যাচে টিকিটের চাহিদা পরিস্থিতির উপর নির্ভর করছে

তিনটি করে উইকেট পেয়েছেন মুজিব-উর রহমান ও রশিদ খান, দু’টি উইকেট গিয়েছে মহম্মদ নবির ঝুলিতে, একটি করে উইকেট নিয়েছে ফাজাল ফারুকি ও নবীন-উল হক ৷

Last Updated : Oct 15, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details