পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Nusrat Meets Sourav: দিল্লির অনুশীলন শেষে সৌরভ-সাক্ষাতে যশ-নুসরত, তুঙ্গে জল্পনা

বুধবার যাদবপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিল্লির অনুশীলন শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন টলিউডের বহু চর্চিত জুটি যশ এবং নুসরত (Actor Yash and Nusrat meet Sourav Ganguly) ৷ দাদার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন দু'জনে, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

Etv Bharat
দিল্লির অনুশীলনে সৌরভ

By

Published : Mar 15, 2023, 10:56 PM IST

সৌরভ সাক্ষাতে যশ ও নুসরত

কলকাতা, 15 মার্চ: 2023 আইপিএলের আগে কলকাতায় বুধবার তৃতীয় দফার মহড়া শেষ করল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ৷ কিন্তু আমন খানদের অনুশীলন শেষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে এদিন ক্যামেরা তাক করল বিশেষ দু'জনকে ৷ ডিসি ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ডাকেই কি না নিশ্চিত নয়, তবে যাদবপুরে এদিন দিল্লির অনুশীলন শেষে দাদার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন টলিউডের বহু চর্চিত জুটি যশ এবং নুসরত ৷ না, কেবল সাক্ষাত নয়, নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন মহারাজ (Actor Yash and Nusrat meet Sourav Ganguly at Delhi Capital practice) ৷ তা দেখে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷

বিষয়টি নিয়ে কেউ মুখ না-খুললেও বিভিন্ন মহলে ধারণা সৌরভের আসন্ন বায়োপিকে হয়ত অভিনয় করছেন নুসরত ৷ তা নিয়েই হয়তো আলোচনা হয়েছে তিনজনের মধ্যে। যদিও সাংসদ-অভিনেত্রী নুসরত জানালেন, বৈঠক নিতান্তই ব্যক্তিগত। দিল্লি ক্যাপিট্যালসের নির্বিষ প্রস্তুতি শেষে টলিউডের দুই হার্টথ্রবের সঙ্গে বৈঠক যেন উত্তেজনা বয়ে আনে। যাওয়ার বেলা সংবাদমাধ্যমকে নুসরত যেমন বলে গেলেন, "নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা।" তবে এই বৈঠকের সঙ্গে সৌরভের বায়োপিকের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। পাশাপাশি কোন বিজ্ঞাপনের প্রচারে সৌরভ, নুসরত এবং যশকে দেখা যাবে নাকি, তা নিয়েও চলছে জল্পনা।

বৃহস্পতিবার সকালে দুবাইতে আইসিসি'র টেকনিক্যাল কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন আইসিসি'র ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ। টেকনিক্যাল কমিটির বৈঠকে ক্রিকেট নিয়মকানুনের যাবতীয় খুটিনাটি নিয়ে আলোচনা হবে। ডিআরআসকে নিখুঁত করতে আরও কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে। তার আগে কলকাতায় তিন দফার শিবির প্রসঙ্গে সৌরভ জানান, পুরো দল চলতি মাসের 25-26 তারিখের মধ্যে চলে আসবে। তারপর আরও একদফা শিবির হবে। আর রবিবার দিল্লি শিবিরে যোগ দিচ্ছেন কোচ রিকি পন্টিং দিল্লিতে চলে আসছেন।

আরও পড়ুন:জাদেজার মূল্যবান বোলিং টিপসে উচ্ছ্বসিত কুহনেম্যান

ঋষভ পন্ত চোটের জন্য ছিটকে গেলেও দিল্লি ক্যাপিট্যালস এখনও তাদের অধিনায়ক বেছে নেয়নি। সৌরভ বলছেন, "ক্যাম্প শেষ হওয়ার পরেই নতুন নেতা বেছে নেওয়া হবে।" তবে তিনদফার শিবিরে দলের তরুণ ক্রিকেটারদের প্রস্তুতিতে খুশি মহারাজ। অনুশীলনে আমন খান ভালো ব্যাটিং করেছেন। তাঁকে সুযোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে শেষ দফার শিবিরের পর, জানালেন সৌরভ ৷ সবমিলিয়ে আইপিএলের প্রাথমিক প্রস্তুতিতে খুশি সৌরভ ৷

ABOUT THE AUTHOR

...view details