কটক, 3 মার্চ :ঈশ্বরণের ব্যাটে চণ্ডীগড়ের বিরুদ্ধে চালকের আসনে বাংলা ৷ ম্যাচের আগে কোচ অরুণলাল বলেছিলেন, দলের ব্যাটারদের ছন্দে না-থাকা চিন্তা বাড়াচ্ছে । তবে ফর্মে ফেরার জন্য তাঁরা সকলেই চেষ্টা করছেন (Abhimanyu Eswaran hits a ton against Chandigarh) । সেই চেষ্টায় ফল পাওয়া গেল চণ্ডীগড়ের বিরুদ্ধে । কটকে টস হেরে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার স্কোর 6 উইকেটে 329 । ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি (42 রান) এবং সায়ন মণ্ডল (33 রান) ৷
বরোদা, হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে এসে নক-আউটে জায়গা কার্যত পাকা করে ফেলেছে বাংলা । চণ্ডীগড়ের বিরুদ্ধে খালি হাতে ফিরতে না হলেই নকআউটে জায়গা পাকা হওয়াই শুধু নয়, গ্রুপে ওপরের দিকেই থাকবেন অভিমন্যু ঈশ্বরণরা । বরোদার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের পরে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ব্যাট প্রত্যাশা পূরণে ব্যর্থ । এদিন দলের ইনিংসের ভিত গড়লেন তিনি । অফ ফর্মের চক্রব্যুহ ভেদ করে বেরোনো অভিমন্যুর 172 বলে 114 রানের ইনিংসটি সাজানো 12টি বাউন্ডারিতে ।