নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা স্পিনার যদি বলতে হয়, তাহলে একটা নামই আসবে ৷ তিনি রবিচন্দ্রন অশ্বিন ৷ বিশেষত, টেস্টে ক্রিকেটে তাঁর বিকল্প হতে পারেন এমন কেউ ভারত কেন বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর ৷ সেই রবিচন্দ্রন অশ্বিনের আজ 37তম জন্মদিন ৷ 2010 সালে অভিষেকের পর থেকে ভারতীয় ক্রিকেটে যাঁর অবদান অনেক ৷ যিনি এখনও ভারতীয় টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ তবে, শুধু তাঁর অফস্পিন নয় ৷ 7 নম্বরে নেমে তাঁর ব্যাট থেকে আসা অনেক গুরুত্বপূর্ণ ইনিংস ভারতকে ম্যাচ জিতিয়েছে ৷
বড় ম্যাচে কঠিন পরিস্থিতিতে কীভাবে দলকে তুলে আনতে হয় ? তা রবিচন্দ্রন অশ্বিনের থেকে ভালো কেউ জানেন না ৷ আর এমনটা তিনি বহুবার করেছেন ৷ আর কঠিন পরিস্থিতিতে পারফর্ম করার এই প্রবণতা তাঁকে বড় মাপের ক্রিকেটার করে তুলেছে ৷ তবে, শুধু ভালো খেলা নয় ৷ ম্যাচের পরিস্থিতি বুঝে বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার প্রশ্নেও, অশ্বিনের ধারে কাছে বর্তমানে খুব কমই খেলোয়াড় রয়েছেন ৷ বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বিশ্বের তাবড় ব্যাটারদের হার মানিয়েছেন অশ্বিন ৷
টেস্ট ক্রিকেটে অশ্বিনের পরিসংখ্যান তাঁর বড়মাপের ক্রিকেটার হওয়ার প্রমাণ দেয় ৷ টেস্ট ক্রিকেটে অশ্বিন 94 ম্যাচ খেলেছেন ৷ যেখানে 23.65 গড়ে 489 উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর সেরা বোলিং 59 রান দিয়ে 7 উইকেট ৷ টেস্ট ক্রিকেটে 34 বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলেছেন ৷ আর ম্যাচে 8 বার 10 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ভারতীয় ক্রিকেটার হিসেবে ৷