সাউদাম্পটন, 23 জুন : কাকতালীয় ঘটনা বোধহয় একেই বলে ৷ আট বছর আগে আজকের দিনে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত ৷ সালটা ছিল 2013 ৷ তারপর থেকে ভারতের ঝুলিতে আর কোনও আইসিসি ট্রফি আসেনি ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ জেতার লক্ষ্যে মাঠে লড়াই করছে ভারত ৷ কাকতালীয়ভাবে আট বছর পর একইদিনে আরও একটি আইসিসি ট্রফি জয়ের সামনে কোহলিরা ৷ ফরম্যাটটা শুধু আলাদা ৷
2013 সালের সেই খেতাবি মোকাবিলায় ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ৷ কাকতালীয়ভাবে সেটিও ছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ৷ বৃষ্টির কারণে ম্যাচ 20-20 ওভারে কমিয়ে নিয়ে আসা হয় ৷ প্রথমে ব্যাট করে খাতায় 7 উইকেট হারিয়ে খাতায় 129 রান তুলেছিল ভারত ৷ ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি (43) ৷ রান তাড়া করতে নেমে 123 রানে থ্রি লায়ন্সদের গুটিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলের মেন ইন ব্লু ৷
এই জয়ের সঙ্গে ইতিহাসের পাতায় নাম উঠে যায় ধোনির ৷ 2007 সালের টি-20 বিশ্বকাপ, 2011 সালের একদিনের বিশ্বকাপের পর ধোনির হাতে ওঠে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ আইসিসি আয়োজিত তিনটি বড় ট্রফি জেতা প্রথম ভারতীয় অধিনায়ক হন ধোনি ৷ দেশের সবচেয়ে সফল অধিনায়কের তকমা এখনও ধোনির ঝুলিতে ৷ অন্যদিকে 2014 সালে ভারতীয় দলের নেতৃত্বভার নিলেও বিরাট কোহলি এখনও পর্যন্ত দেশকে আইসিসি ট্রফি জেতাতে সক্ষম হননি ৷