মুম্বই, 7 ফেব্রুয়ারি: দামামা বেজে গিয়েছিল আগেই ৷ এবার চূড়ান্ত হয়ে গেল নিলামের খুটিনাটি ৷ আগামী 13 ফেব্রুয়ারি মুম্বইয়ে যে ডব্লিউপিএলের প্রথম সংস্করণের নিলাম পর্ব অনুষ্ঠিত হবে, সেই ঘোষণা হয়ে গিয়েছিল আগেই ৷ মঙ্গলবার নিলাম সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য সামনে নিয়ে এল বিসিসিআই ৷ আত্মপ্রকাশে সর্বমোট 409 জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম পর্ব (409 players to go under the hammer) ৷ এদিন এক বিবৃতিতে জানালেন বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) ৷ আসুন জেনে নেওয়া যাক নিলাম সম্পর্কিত যাবতীয় তথ্য ৷
নিলামে কতজন ভারতীয় অংশ নিচ্ছেন: প্রাথমিকভাবে নথিবদ্ধ হয়েছিলেন দেশ-বিদেশের 1525 জন ক্রিকেটার ৷ এঁদের মধ্যে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছে 409 জনকে ৷ তাঁদের মধ্যে আবার 246 জন ভারতীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার 163 জন ৷ এর মধ্যে আইসিসি'র অ্যাসোসিয়েট দেশগুলোর 8 জন ক্রিকেটার থাকছেন ৷
নিলামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে ঠাঁই পাবেন কতজন: সর্বাধিক 90 জন ক্রিকেটারকে ভাগ-বাটোয়ারা করে নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ৷ যার মধ্যে 30 জন বিদেশি ক্রিকেটার ৷ বাকি 60 জন ভারতীয় ৷