পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL Auction 2023: নামেই মিনি, 405 ক্রিকেটারকে নিয়ে 23 নভেম্বর আইপিএলের 'গ্র্যান্ড' অকশন - Ben Stokes

কেরলের বন্দর শহর কোচিতে বছরের শেষ সপ্তাহে নিলামে উঠবেন ইংল্যান্ডের জোড়া বিশ্বজয়ের কারিগর বেন স্টোকস (Ben Stokes), অলরাউন্ডার স্য়াম কারেন (Sam Curran), অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিনরা (Cameron Green) ৷ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল ৷

IPL Auction 2023
405 ক্রিকেটারকে নিয়ে 23 নভেম্বর আইপিএলের 'গ্র্যান্ড' অকশান

By

Published : Dec 13, 2022, 9:14 PM IST

মুম্বই, 13 ডিসেম্বর: স্লট মাত্র 87টি ৷ আর সেজন্য নিলামে উঠছেন চার শতাধিক ক্রিকেটার ৷ নামে মিনি হলেও 405 জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আগামী 23 ডিসেম্বর আইপিএল নিলামে (405 cricketers are set to go under hammer at IPL mini auction) ৷ কেরলের বন্দর শহর কোচিতে বছরের শেষ সপ্তাহে নিলামে উঠবেন ইংল্যান্ডের জোড়া বিশ্বজয়ের কারিগর বেন স্টোকস (Ben Stokes), অলরাউন্ডার স্য়াম কারেন (Sam Curran), অজি ক্রিকেটার ক্যামেরন গ্রিন (Cameron Green) প্রাক্তন পঞ্জাব অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)-এর মত হেভিওয়েট নাম ৷ মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিলামের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল ৷

991 জন ক্রিকেটারের মধ্যে থেকে 405 জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিসিআই ৷ এর মধ্যে ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা 273 ৷ বিদেশি ক্রিকেটার থাকছেন 132 জন আর আইসিসি'র সদস্য দেশগুলি থেকে নিলামে অংশ নিচ্ছেন 4 ক্রিকেটার ৷ 405 জন ক্রিকেটারের মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন 119 জন ৷

নিলামে অর্থমূল্যের সর্বোচ্চ ব্র্যাকেট অর্থাৎ, 2 কোটির স্লটে অন্তর্ভুক্তি হয়েছে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস এবং অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ৷ যিনি বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে খেলেন ৷ 1.5 কোটির স্লটে নাম রয়েছে ভারতীয় ওপেনিং ব্য়াটার ময়াঙ্ক আগরওয়াল, মনীশ পাণ্ডের ৷ প্রতিশ্রুতিমান ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুককেও রাখা হয়েছে এই স্লটেই ৷ অভিজ্ঞ ইশান্ত শর্মা এবং অজিঙ্কা রাহানে নিলামে উঠলেও তাঁদের বেস প্রাইস থাকছে 50 লক্ষ টাকা ৷

আরও পড়ুন:'আমার কাছে তুমি সর্বকালের সেরা', সিআর 7-কে বিরাট-বার্তা

পার্সে সর্বাধিক সওয়া 42 কোটি নিয়ে নিলামে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ৷ 13 জন ক্রিকেটারকে কিনতে পারবে 2016 চ্যাম্পিয়নরা ৷ পক্ষান্তরে সর্বনিম্ন 7 কোটি 20 লক্ষ নিয়ে নিলামে অংশ নেবে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স ৷

ABOUT THE AUTHOR

...view details