কলকাতা, 5 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আজ যেমন বিরাট কোহলির 49 তম ওয়ান-ডে সেঞ্চুরির আনন্দ রয়েছে, তেমনি কয়েকজনের মনে আক্ষেপ ও দুঃখ ৷ কারণ, ইডেনে বিরাট কোহলির জন্মদিনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার আশা নিয়ে এসেও আশাহত তাঁরা ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে ইডেন ম্যাচের টিকিট কেটে প্রতারিত হয়েছেন কয়েকজন যুবক ৷ কেউ এসেছেন বারুইপুর থেকে, তো কেউ হলদিয়া ৷
ইডেন ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে বিতর্ক চলছে ৷ দায় কার ? তা নিয়ে টানাপোড়েনও চলছে । সেই কালোবাজারির সঙ্গেও যোগ হল প্রতারণা চক্র ৷ সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে টিকিট বিক্রি করার কথা ঘোষণা করা হয়েছিল ৷ সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েই প্রতারিত হলেন, হলদিয়ার সুরজিত সামন্ত ও কৌশিক সামন্ত এবং বারুইপুরের রাকেশ নস্কর ও গৌরাঙ্গ নস্কর ৷
কিন্তু, কীভাবে প্রতারণার এই ফাঁদ পাতা হয়েছিল ? প্রতারণার শিকার এই যুবকরা জানিয়েছেন, সোশাল মিডিয়ায় টিকিটের দামের অগ্রিম দিয়ে নথিভুক্ত করার কথা ইচ্ছুকদের জানানো হয়েছিল ৷ সেই বিজ্ঞাপন দেখেই যোগাযোগ করেছিলেন ওই যুবকরা ৷ তাঁদের মধ্যে কয়েকজন টিকিটের কিছু টাকা অনলাইনে দিয়েও দিয়েছিলেন বুকিং হিসেবে ৷ আর আজ ম্যাচের দিন তাঁদের মাতঙ্গীনি হাজরার মূর্তি, অর্থাৎ শহিদ মিনারের নীচে অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে, লাগাতার ফোন করেও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷
আরও পড়ুন:গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন