পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আসছে '30 ডেজ উইথ শামি', ভারতীয় পেসারের জীবনী লিখছেন বন্ধু তথা বিধায়ক উমেশ শর্মা - 30 ডেজ উইথ শামি

Biography of Mohammed Shami by MLA Umesh Sharma: মহম্মদ শামির জীবন নিয়ে বই প্রকাশ করতে চলেছেন উত্তরাখণ্ডের খানপুরের বিধায়ক উমেশ শর্মা ৷ ভারতীয় ক্রিকেটারের পরমবন্ধু হিসেবে পরিচিত ইনি ৷ শামির জীবনের সবচেয়ে কঠিন সময়টা পাশে থেকে দেখেছেন তিনি ৷

Image Coutresy: Umesh Kumar X
Image Coutresy: Umesh Kumar X

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 6:14 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 17 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপে লিগের শেষ পাঁচটি ম্যাচ ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে চুরমার করে দিয়েছেন মহম্মদ শামি ৷ সকল ভারতীয়ের নয়নের মণি হয়ে উঠেছেন ভারতের 11 নম্বর জার্সি ৷ কিন্তু, মহম্মদ শামির জীবনে এই সাফল্য ও খ্যাতির সঙ্গে পারিবারিক বিতর্কও সঙ্গী ৷ তাঁর স্ত্রী হাসিন জাহানের গার্হস্থ্য হিংসার মামলা শুধু নয়, দেশদ্রোহিতার অভিযোগ এনেছিলেন তিনি ৷ সেই সমস্যা এখনও তাঁর জীবনে রয়েছে ৷ আদালতে যা নিয়ে মামলা চলছে ৷ যার পরেও বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফর্ম করে, দেশকে ফাইনালে তুলেছেন শামি ৷

মহম্মদ শামির খুব কাছে একজন মানুষ এবং ভালো বন্ধু হলেন উত্তরাখণ্ডের খানপুর বিধানসভার বিধায়ক উমেশ শর্মা ৷ যিনি শামির কঠিন সময়ে সবসময় তাঁর পাশে ছিলেন ৷ খুব কাছ থেকে ভারতীয় পেসারকে দেখার সেই অভিজ্ঞতাকে এবার বই আকারে ফুটিয়ে তুলবেন উমেশ শর্মা ৷ যার নাম দিয়েছেন, '30 ডেজ উইথ শামি' ৷ একবার ইটিভি ভারতকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলেছিলেন, ‘‘কোনও সন্দেহ নেই যে, শামি আজ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং হতাশায় ভুগছেন না, তবে তার সবচেয়ে বড় অবদান উমেশ জি-র ৷’’ তিনি জানিয়েছিলেন একটা সময় খেলা ও পারিবারিক সমস্যার জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ভারতীয় পেসার ৷

উমেশ শর্মা, মহম্মদ শামির আইনি লড়াই ও স্ত্রী অন্যান্য সব অভিযোগের সাক্ষী থেকেছেন ৷ সেই সবকিছু '30 ডেজ উইথ শামি'-তে ফুটিয়ে তোলা হবে ৷ কিন্তু, কোন তিরিশ দিনের কথা বলছেন খানপুরের বিধায়ক ? তিনি বলেন, ‘‘এই ঘটনাটি 2018 সালের ৷ আমার পরিচিত একজন যখন আমাকে বললেন, শামি খুব সমস্যায় রয়েছে ৷ মিডিয়া তাঁকে টার্গেট করছে ৷ তখন প্রথমবার তাঁর সঙ্গে ফোনে কথা বলি ৷ পরের দিনই দেখা হল ৷ শামি জানতেন যে খেলাধূলার জগতে আমার অনেক বন্ধু রয়েছে ৷ সেই সময় আমি একজন মানুষ হিসেবে তাঁকে সমর্থন করেছিলাম ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে, এমন ভয়ও পেয়েছিলেন ৷ তারপর একমাস আমার বাড়িতে থাকলেন ৷’’

তিনি এও জানান, ওই এক মাসে তাঁর বাড়িতে থেকে শামি এবং তিনি সব ধরনের যুদ্ধ করেছেন ৷ স্ত্রীর অভিযোগ হোক বা আদালতে মামলা, তিনি মহম্মদ শামিকে ছাড়েননি ৷ উমেশ শর্মা বলেছেন, ‘‘2023 সালের সেপ্টেম্বর মাসে, যখন আদালত তাঁকে জামিন নিতে বলেছিল, অন্যথায় গ্রেফতারি নিশ্চিত ছিল, সেই অবস্থায় আমরা দু’জন কলকাতায় গিয়েছিলাম ৷ 19 সেপ্টেম্বর জামিন পান শামি ৷ তারপর ফিরে এসে 22 সেপ্টেম্বর ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার 5 উইকেট নিয়েছিল ৷’’

বইটিতে অনেক গোপনীয়তা থাকবে বলে জানিয়েছেন উমেশ শর্মা ৷ তিনি বলেন, ‘‘যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি বলব শামি একজন দুর্দান্ত মানুষ ৷ শীঘ্রই মহম্মদ শামিকে নিয়ে একটি বই প্রকাশ করব ৷ এই বইটি তাঁর জীবনের অনেক রহস্য ও দিক উন্মোচিত করবে ৷ '30 ডেজ উইথ শামি' নামের বইটিতে ম্যাচ ফিক্সিংয়ের সত্যতা এবং কীভাবে তাঁকে অভিযুক্ত করা হয়েছিল ? তিনি কখন জীবনে চলার পথে হারতে শুরু করেছিলেন ? তাঁর পরিবার এবং মেয়ের ভূমিকা, সবকিছুই ওই বইয়ে থাকবে ৷ উমেশ শর্মার মতে, এই মুহূর্তে শামি তাঁর খেলায় মনোযোগ দিতে পারছেন ৷ ফাইনালেও দুর্দান্ত খেলে তিনি ভারতকে বিশ্বকাপ এনে দেবেন বলে আশাপ্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:

  1. বাংলার মাটিতে উত্থানের গল্প ভোলেননি, সিএবি'র জন্য এবার পেসার তৈরি করবেন শামি
  2. 'শামি'য়ানায় মজে লালবাজার, মিমযুদ্ধে অংশ নিয়ে সোশালে মিষ্টিমুখ করাল কলকাতা পুলিশ
  3. 'শাপে বর' হার্দিকের চোট, শামি ফোবিয়ায় কাঁটা শত্রুশিবির

ABOUT THE AUTHOR

...view details