পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WFI Elections: 22 রাজ্য অ্যাসোসিয়েশনের সমর্থন তাঁর প্রার্থীদের সঙ্গে, দাবি ব্রিজ ভূষণের - Indian Olympic Association

No one from Brij Bhushan Family is Contesting in WFI Elections: ব্রিজ ভূষণ শরণ সিংয়ের প্রার্থীদের সঙ্গেই রয়েছে রাজ্য অ্যাসোসিয়েশনগুলি ৷ আজ এমনই দাবি করলেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার বিদায়ী সভাপতি ৷

WFI Elections ETV BHARAT
WFI Elections

By

Published : Jul 31, 2023, 7:28 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: ব্রিজ ভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কেউ আগামী 12 অগস্ট রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে লড়াই করছে না ৷ তবে, তাঁর সমর্থিত প্রার্থীরা ফেডারেশনের নির্বাচনে অংশ নিচ্ছেন ৷ আজ মনোনয়ন পেশের শেষদিনে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে এসে এমনটাই জানালেন ব্রিজ ভূষণ ৷ সঙ্গে দাবি করলেন, তাঁর তরফ থেকে দাঁড়ানো প্রার্থীদের দিকে 22টি প্রতিনিধি রাজ্যের সমর্থন রয়েছে ৷ আজ সেই সকল প্রতিনিধিদের সঙ্গে আইওএ-এর সদর দফতরে বৈঠকও করেছেন তিনি ৷

ব্রিজ ভূষণ শরণ সিং এদিন বলেন, ‘‘আজকে মনোনয়ন পেশের শেষদিন ৷ 22টি রাজ্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এখানে এসেছেন ৷ তাঁরা আমার সঙ্গে দেখা করেছেন এবং তার পরে মনোনয়ন পেশ করতে গিয়েছেন ৷ এখানে আমার পরিবারের কেউ নেই ৷ আগে নির্বাচন হতে দিন ৷ তার পর যাঁরা জিতবেন, তাঁরা নিজেদের কাজ করবেন ৷’’

উল্লেখ্য, দেশের শীর্ষস্তরের 6 কুস্তিগীর ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন ৷ যে অভিযোগ নিয়ে বহু বিতর্ক ও আন্দোলনের পর ফেডেরেশনের বিদায়ী সভাপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয় ৷ বর্তমানে সেই মামলায় পুলিশ তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করেছে ৷ মামলার বর্তমানে বিচারাধীন রয়েছে ৷

আরও পড়ুন:ব্রিজভূষণের অন্তর্বর্তী জামিন মঞ্জুর দিল্লির আদালতে

এরই মধ্যে আন্দোলনকারী কুস্তিগীর অর্থাৎ, বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগতরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখাও করেন ৷ সেই সাক্ষাৎকারের পর মন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ব্রিজ ভূষণ বা তাঁর পরিবারের কেউ ফেডারেশনের নির্বাচনে অংশ নেবেন না ৷ এমনিতেও আইন অনুযায়ী, ব্রিজ ভূষণ শরণ সিং এবছর নির্বাচনে অংশ নিতে পারতেন না ৷ যেহেতু তিনি একটানা সর্বোচ্চ 12 বছর এই পদে বহাল থেকেছেন ৷

সেক্ষেত্রে তাঁর ছেলে করণ সিং নির্বাচনে দাঁড়ানোর যোগ্য হলেও, তিনি অংশ নেননি ৷ এমনকী বিজেপি সাংসদের জামাই তথা বিহার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশাল সিং সভাপতি পদের অন্যতম দাবিদার হলেও, নির্বাচনে অংশ নিচ্ছেন না ৷ আগামী 12 অগস্ট রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি-সহ অন্যান্য পদে নির্বাচন হবে ৷ ইতিমধ্যে, ব্রিজ ভূষণের বিরোধী পক্ষও মনোনয়ন পেশ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details