মোহালি, 1 মার্চ :দেশের মাটিতে শততম টেস্ট ম্যাচ খেলছেন বিরাট কোহলি ৷ সেই ম্যাচ কোনওমতেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে না ৷ এই মর্মে মোহালিতে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টে 50 শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দিল বোর্ড (100th test match of Virat Kohli to have 50 per cent fans in Mohali stadium) ৷ পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানানো বিসিসিআই'য়ের এই সিদ্ধান্ত ওয়েলকাম নিউজ অনুরাগীদের কাছে, যারা প্রাক্তন অধিনায়কের শততম ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার জন্য অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে ৷
কোহলি র মাইলফলক টেস্ট ম্যাচের জন্য পিসিএ'কে অবিলম্বে স্টেডিয়ামে 50 শতাংশ দর্শকের উপস্থিতির বন্দোবস্ত করতে বলেছে বোর্ড ৷ আগামী বৃহস্পতিবার মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত (India to play the first test against Sri Lanka 4 to 8 March) ৷ আর সেই ম্যাচই হতে চলেছে কোহলির শততম টেস্ট ম্যাচ ৷