পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Tokyo paralympics 2020 : ব্যাডমিন্টনে রুপো জয় নয়ডার জেলাশাসক সুহাসের - noida

ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গল এসএল ফোরের ফাইনালে হেরে রুপো জিতলেন নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজ ৷ এগিয়ে থেকেও পিছিয়ে পড়েন তিনি ৷ তিনি পরাজিত হন ফ্রান্সের লুকাস মাজুরের কাছে ৷

Suhas Yathiraj
ব্যাডমিন্টনে রুপোজয় সুভাষ ইয়াথিরাজের

By

Published : Sep 5, 2021, 8:01 AM IST

Updated : Sep 5, 2021, 9:26 AM IST

টোকিয়ো, 5 সেপ্টেম্বর : প্রথম গেমে এগিয়ে থেকেও সোনা হাতছাড়া হল নয়ডার জেলাশাসক সুহাস যথিরাজের ৷ ব্যাডমিন্টন পুরুষ সিঙ্গল এসএল ফোরের ফাইনালে আজ রুপো জিতলেন তিনি ৷ ফ্রান্সের লুকাস মাজুর জেতেন 15-21, 21-17 এবং 21-15 গেমে ৷ সময় নেন 1 ঘণ্টা 2 মিনিট ৷ তবে প্রথম গেম জিতেছিলেন সুহাস ৷ এরপরই ম্যাচে ফেরেন মাজুর ৷ প্রথমবার প্যারা অলিম্পিকে ব্যাডমিন্টনকে যুক্ত করা হয়েছে ৷ আর এই নিয়ে ব্যাডমিন্টনে মোট 3টি পদক জিতল ভারত ৷

পোলিওতে ডান পা হারিয়েছেন ৷ তবে মনের জোর দমানো যায়নি তাঁর ৷ পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতে নজর কাড়েন তিনি ৷ তাঁর এই জয়ের জন্য সুহাসকে শুভেচ্ছা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি বলেন, "এর আগেও সুহাস অনেকগুলি পদক জিতেছেন ৷ নিজের প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি সফল হয়েছেন প্যারা অলিম্পিকসেও ৷ "

আরও পড়ুন: ব্যাডমিন্টনে ভারতের জয়জয়কার ; প্রমোদ জিতলেন সোনা, ব্রোঞ্জ মনোজ সরকারের

রুপো জয়ের জন্য তাঁকে টুইটে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি বলেন, "সুহাস শুভেচ্ছা রইল আপনার লড়াইয়ের জন্য ৷ বিশ্বের এক নম্বর তারকাকে লড়াই দেওয়ার জন্য ৷ রুপো জয়ের জন্য অনেক শুভেচ্ছা ৷ প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি খেলার প্রতি নজর খুবই বিরল ঘটনা ৷ ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল ৷ "

টুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "সুহাস যথিরাজ খেলা এবং কাজের মধ্যে দারুণ সংযোগ ঘটিয়েছেন ৷ তাঁর খেলার পারফরম্যান্সের মাধ্যমে তিনি দেশবাসীকে মুগ্ধ করেছেন ৷ আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি ৷ ব্যাডমিন্টনে রুপো জয়ের জন্য শুভেচ্ছা ৷ ভবিষ্যতের জন্যও শুভ কামনা রইল ৷"

Last Updated : Sep 5, 2021, 9:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details