পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুইস ওপেনের শেষ 16-য় সিন্ধু - Indian badminton player

সুইস ওপেনের শেষ 16-য় পৌঁছালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বুধবার সিন্ধু হারান তুরস্কের ইগিট নেসলিহানকে।

Indian badminton player
PV Sindhu

By

Published : Mar 4, 2021, 9:03 AM IST

সুইডেন, ৪ মার্চ: সুইস ওপেনের শেষ 16-য় পৌঁছালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। গতকাল, সিন্ধু হারান তুরস্কের ইগিট নেসলিহানকে। খেলার ফল 21-16, 21-19। প্রথম রাউন্ড জিততে তিনি সময় নেন মাত্র 42 মিনিট । আজ, বৃহস্পতিবার সিন্ধু মুখোমুখি হবেন মার্কিন তারকা আইরিশ ওয়াংয়ের।

অন্যদিকে পুরুষদের সিঙ্গলে শেষ 16-য় পৌঁছালেন ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্ত। প্রথম রাউন্ডের ম্যাচে কানাডার জিয়াওডাং শেংকে 21-18, 21-11 এবং 21-14-তে হারান তিনি।

আরও পড়ুন : ওয়ার্ল্ড ট্য়ুর ফাইনালসের দ্বিতীয় ম্য়াচেও হার সিন্ধুর

অন্যদিকে দ্বিতীয় শ্রেণির ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রানকিরডি এবং চিরাগ শেঠিও প্রথম রাউন্ডের পুরুষদের ডাবলস ম্যাচে ক্রিস্টোফার গ্রিমলে এবং স্কটল্যান্ডের ম্যাথিউ গ্রিমলির বিপক্ষে 21-18,19-21 এবং 21-16 সেটে বিজয়ী হন।

ABOUT THE AUTHOR

...view details