পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অল ইংল্যান্ডে দুরন্ত সিন্ধু, পৌঁছালেন কোয়ার্টার ফাইনালে - পিভি সিন্ধু

করোনার কারণে অনুশীলন বাধা প্রাপ্ত হয়েছিল ৷ নিউ নর্মালে কোর্টে নামার পর একদমই ছন্দে ছিলেন না ৷ থাইল্যান্ড ওপেন সহ আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়েছে ৷

sindhu
sindhu

By

Published : Mar 19, 2021, 1:59 PM IST

বার্মিংহাম, 19 মার্চ : সুইস ওপেনের ফাইনালে উঠেছিলেন ৷ অল ইংল্যান্ড চ্যাম্পয়নশিপেও দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন পিভি সিন্ধু ৷ ইতিমধ্যেই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন দেশের এই তারকা শাটলার ৷ সেমিফাইনালে ওঠার লক্ষ্যে তাঁর প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি ৷

করোনার কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছিল ৷ নিউ নর্মালে কোর্টে নামার পর একদমই ছন্দে ছিলেন না ৷ থাইল্যান্ড ওপেন সহ আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হয়েছে ৷ শেষমেশ সুইস ওপেনে ছন্দ খুঁজে পেয়েছেন হায়দরাবাদী ৷ প্রতিযোগিতার ফাইনালে স্প্যানিশ শাটলার ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে হারলেও আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন ৷ সেই আত্মবিশ্বাস নিয়েই অল ইংল্যান্ডে ঝাঁপিয়ে পড়েছেন ৷ কোয়ার্টার ফাইনালে পৌঁছে ভারতের পদক জয়ের আশাও জিইয়ে রাখলেন সিন্ধু ৷ কোয়ার্টার ফাইনালে ওঠার পথে প্রতিপক্ষ ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনকে স্ট্রেট গেমে উড়িয়ে দেন ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল 21-8, 21-8 ৷

আরও পড়ুন : সরে দাঁড়ালেন মারিন, বাড়ল অল ইংল্যান্ডে সিন্ধুর পদক জয়ের সম্ভাবনা

পদকের আশা জোগাচ্ছেন 19 বছরের লক্ষ্য সেন ৷ সর্বকনিষ্ঠ ভারতীয় শাটলার হিসেবে অল ইংল্যান্ডের শেষ আটে পা রেখেছেন লক্ষ্য ৷ 53 মিনিটের ম্যাচে ফ্রান্সের থমাস রক্সৌলকে 21-18, 21-17 স্ট্রেট গেমে হারিয়ে দেন ৷ কোয়ার্টার ফাইনালে উঠেছেন মহিলা ডাবলস জুটি অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি ৷ অল ইংল্যান্ড থেকে ছিটকে গিয়েছেন এইচএস প্রণয়, বি সাই প্রণীত এবং সমীর বর্মা ৷

ABOUT THE AUTHOR

...view details