পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনার জের, ইংল্যান্ডে ব্যাডমিন্টন চ্যাম্পিনয়শিপ থেকে নাম তুললেন 7 ভারতীয় - সৌরভ বর্মা

প্রথম সারির ভারতীয় শাটলার পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত ও সাই প্রনীথ টুর্নামেন্টে খেলবেন বলে জানা গেছে ৷ টুর্নামেন্টের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷

image
এইচ এস প্রণয়

By

Published : Mar 6, 2020, 12:05 PM IST

দিল্লি, 6 মার্চ: কোরোনা আতঙ্ক ৷ অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিনয়শিপ থেকে নাম তুলে নিলেন সাত ভারতীয় শাটলার ৷ এই তালিকায় আছেন এইচ এস প্রণয়, সমীর বর্মা, সৌরভ বর্মা সহ আরও চারজন ৷ আগামী 11 মার্চ থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট ৷

ডবলসে চিরাগ শেট্টি, স্বাতিকসাইরাজ রানকিরেড্ডি, মনু আত্রী ও সুমিথ রেড্ডিও নিজেদের নাম তুলে নিয়েছেন টুর্নামেন্ট থেকে ৷ বিশ্বজুড়ে COVID-19 ইতিমধ্যে প্রাণ কেড়েছে 3300-র বেশি মানুষের ৷

যদিও প্রথম সারির ভারতীয় শাটলার পিভি সিন্ধু, কিদাম্বী শ্রীকান্ত ও সাই প্রনীথ টুর্নামেন্টে খেলবেন বলেই জানা গেছে ৷ টুর্নামেন্টের আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন ৷

টুর্নামেন্ট থেকে নাম তুলে প্রণয় বলেন ‘‘আমরা কোনও ঝুঁকি নিতে চাই না ৷’’ এমনকী নিজের শহরে থাকবেন বলে গোপিচাঁদ অ্যাকাডেমি থেকেও নিজের নাম তুলেনিয়েছেন তিনি ৷

প্রণয় বলেন, ‘‘ এখন এখানে থাকাটা নিরাপদ নয় আমাদের জন্য ৷ গাচিবাউলিতেও একজনের শরীরে কোরোনা থাবা বসিয়েছে ৷ সেইজন্য আমাদের অধিকাংশ বাড়ি যাচ্ছি ৷ আমার বার্ষিক সূচিও নিশ্চিত নয় ৷ এখন শুধুমাত্র বসে দেখার সময় ৷ পরিস্থিতি খুব খারাপ, তাই আমরা ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

ABOUT THE AUTHOR

...view details