পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"মোদি অনুপ্রেরণা দেয়", BJP-তে যোগ দিয়ে বললেন সাইনা - saina nehwal joins BJP

BJP-র পতাকা হাতে তুলে নেওয়ার পর সাইনা বলেন, "আমি দেশের জন্য অনেক খেতাব জিতেছি ৷ আমি নিজে খুব পরিশ্রমী ৷ যারা পরিশ্রম করে তাদেরও ভালোবাসি ৷"

Saina
সাইনা

By

Published : Jan 29, 2020, 12:53 PM IST

Updated : Jan 29, 2020, 5:17 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : BJP-তে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ৷ আজই তিনি যোগ দেন ৷ সাইনার বিপুল ফ্যান বেস দলের সম্পদ হতে পারে বলে মনে করছে BJP-র থিঙ্ক ট্যাঙ্ক ৷

BJP-র পতাকা হাতে তুলে নেওয়ার পর সাইনা বলেন, "আমি দেশের জন্য অনেক খেতাব জিতেছি ৷ আমি নিজে খুব পরিশ্রমী ৷ যারা পরিশ্রম করে তাদেরও ভালোবাসি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য অনেক কাজ করেছেন ৷ আমিও তাঁর সঙ্গে দেশের জন্য কিছু করতে চাই ৷ নরেন্দ্র মোদির কাছ থেকে অনুপ্রেরণা পাই ৷"

29 বছরের সাইনা ভারতের ব্যাডমিন্টন সুপারস্টার ৷ তাঁর স্টার ভ্যালুকে কাজে লাগাতে চাইছে BJP ৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা সাইনা খেলায় দেশের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত হয়েছেন ৷ রাজীব গান্ধি খেলরত্ন ও অর্জুন পুরস্কারও পেয়েছেন সাইনা ৷

এখনও পর্যন্ত 24টি আন্তর্জাতিক খেতাব জয় করেছেন এই ভারতীয় শাটলার ৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পান তিনি ৷ 2009 সালে বিশ্বের দুই নম্বর ব্যাডমিন্টন তারকা ছিলেন তিনি ৷ এরপর 2015 সালে বিশ্বের একনম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হন তিনি ৷

Last Updated : Jan 29, 2020, 5:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details