পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পিছিয়ে পড়েও জয়, অল ইংল্যান্ডের সেমিফাইনালে সিন্ধু - অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ

অলিম্পিকস, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের পদক শোভা পাচ্ছে সিন্ধুর ক্যাবিনেটে ৷ শুধুমাত্র অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ের ট্রফিটারই অভাব ৷

sindhu
sindhu

By

Published : Mar 20, 2021, 10:08 AM IST

বার্মিংহাম, 20 মার্চ : অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের একমাত্র ভরসা এখন পিভি সিন্ধু ৷ দুরন্ত ছন্দে রয়েছেন ৷ পদক জয়ের লক্ষ্যে ধাপে ধাপে এগোচ্ছেন ভারতীয় শাটলার ৷ শুক্রবার প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ৷ পিছিয়ে পড়েও জয় তুলে নেন তিনি ৷

কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন সিন্ধু ৷ 16-21 গেমে জাপানি প্রতিপক্ষ ইয়ামাগুচি এগিয়ে যান ৷ তবে পিছিয়ে পড়েও দমে যাননি ৷ পরের দুটি গেমে দারুণভাবে প্রত্যাবর্তন করলেন ৷ আর তাতেই ম্যাচ বের করে নিলেন ভারতীয় শাটলার ৷ 1 ঘণ্টা 16 মিনিটের ম্যারাথন ম্যাচের পর 16-21, 21-16, 21-19 গেমে প্রতিপক্ষকে উড়িয়ে সেমিতে প্রবেশ করেন ৷ ফাইনালে ওঠার জন্য প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই থাইল্যান্ডের পোর্নপাওয়ি চোচুওংয়ের মোকাবিলা করতে হবে সিন্ধুকে ৷

আরও পড়ুন : "অবসর নিচ্ছি", সিন্ধুর টুইটে টুইস্ট

অলিম্পিকস, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের পদক শোভা পাচ্ছে সিন্ধুর ক্যাবিনেটে ৷ শুধুমাত্র অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ের ট্রফিটারই অভাব ৷ আর দুটো ধাপ পার করলে সেই লক্ষ্যে পৌঁছে যাবেন ভারতীয় শাটলার ৷

এদিকে সিন্ধুর জন্য দিনটা ভালো কাটলেও ভারতের পক্ষে ততটাও ভালো ছিল না ৷ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে লক্ষ্য সেনকে ৷ নেদারল্যান্ডসের মার্ক কালজৌেয়ের বিরুদ্ধে 17-21, 21-16, 17-21 গেমে ম্যাচ হারেন তিনি ৷ লক্ষ্য ছিটকে যাওয়ার আগে মেয়েদের ডাবলসেও ভারতের আশা শেষ হয়ে গিয়েছিল ৷ কোয়ার্টার ফাইনালে হেরে যায় অশ্বিনী পোনাপ্পা এবং এন সিক্কি রেড্ডি জুটি ৷

ABOUT THE AUTHOR

...view details