পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবচেয়ে প্রিয় মানুষকে বিশ্বজয় উৎসর্গ সিন্ধুর, জানেন তিনি কে ? - pv sindhu mother

নিজের সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিনে জয় পেয়ে উচ্ছ্বসিত ব্যাডমিন্টন কুইন

সবচেয়ে প্রিয় মানুষকে বিশ্বজয় উৎসর্গ সিন্ধুর, জানেন তিনি কে ?

By

Published : Aug 26, 2019, 4:35 AM IST

বাসেল, 26 অগাস্ট : রবিবার জাপানের ওকুহারাকে হেলায় হারিয়ে ইতিহাস গড়লেন গোপী স্যারের ছাত্রী ৷ এই ঐতিহাসিক জয় কাকে উৎসর্গ করলেন ব্যাডমিন্টন কুইন পিভি সিন্ধু ?

নিজের সবচেয়ে প্রিয় মানুষকে ঐতিহাসিক জয় উৎসর্গ করলেন পিভি সিন্ধু ৷ সিন্ধু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই মানুষটির প্রভাব তাঁর জীবনে অন্যতম ৷ প্রিয় মানুষটির জন্মদিনেই যে জয় পেয়েছেন তিনি ৷ তাই নিজের সবচেয়ে প্রিয় মানুষ, মা পি বিজয়াকে এই জয় উৎসর্গ করলেন তিনি ৷

প্রিয় মানুষটির জন্মদিনেই যে জয় পেয়েছেন তিনি

বহু কাঙ্ক্ষিত জয় পেয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত বাবার মেয়ে ৷ শুরু থেকে পাখির চোখ ছিল এই ম্যাচ ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের স্কোর 21-7, 21-7 । প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতা সোনার মেয়ে প্রিয় মানুষ মা'কেই উৎসর্গ করলেন এই দাপুটে জয় ৷

ABOUT THE AUTHOR

...view details