হায়দরাবাদ, 12 মে : অসুস্থ ঠাকুমাকে দেখতে গতকাল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে যান পুল্লেলা গোপীচাঁদ । আজ হায়দরাবাদে ফেরার পরই তাঁকে কোয়ারানটিনে পাঠাল তেলাঙ্গানা প্রশাসন ।
গুন্টুর থেকে অসুস্থ ঠাকুমাকে দেখে ফিরতেই কোয়ারানটিনে গোপীচাঁদ - কোরোনা
গতকাল গুন্টুরে ঠাকুমাকে দেখতে গেছিলেন । আজ হায়দরাবাদে ফেরার পর গোপীচাঁদকে কোয়ারানটিনে পাঠানো হল ।
তেলাঙ্গানা সীমান্ত সংলগ্ন অন্ধ্রপ্রদেশের গুন্টুরে কোরোনা সংক্রমণ অনেকটাই বেশি । তাই গুন্টুর বা সংলগ্ন এলাকা থেকে হায়দরাবাদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । দিন কয়েক আগে একথা জানিয়েছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও । সীমান্ত এলাকাগুলিতেও কড়া নজরদারি চালানো হচ্ছে তেলাঙ্গানা প্রশাসনের তরফে । এর মাঝেই গতকাল ঠাকুমার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে গুন্টুরে যান গোপীচাঁদ । এরপর সেখান থেকে ফিরে এলে তাঁকে কোয়ারানটিনে থাকার কথা জানানো হয় প্রশাসনের তরফে । গোপীচাঁদ জানিয়েছেন, নিয়ম মেনেই হোম কোয়ারানটিনে গেছেন তিনি । তবে তাঁর শরীরে কোনও উপসর্গ নেই ।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে গোপীচাঁদ বলেন, "আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি । তাই অনেক কিছু মানিয়ে নিতে হবে । যেমন- খেলার ট্রেনিংয়ের ক্ষেত্রে আমি কখনও মোবাইল ফোন বা ফোনের কোনও অ্যাপ ব্যবহার করিনি । কিন্তু আজ এই পরিস্থিতিতে এই অ্যাপের মাধ্যমেই কাজ করতে হচ্ছে । কিছু ক্ষেত্রে এটাই তাৎক্ষণিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে । লকডাউনে খেলোয়াড়দের অনুশীলন জারি রাখতে বাড়ি বসেই ফোনে পরামর্শ দিতে হচ্ছে । মনে রাখতে হবে মানিয়ে নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় । পরিস্থিতির নিরিখে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং নতুন চিন্তাভাবনা করতে হবে ।"