পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে বিদায় সিন্ধুর - all england open

সিন্ধু অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। কোরিয়ার সুং জি হিউনের সঙ্গে তিন গেমের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানেন সিন্ধু। খেলার ফল ১৬-২১, ২২-২০, ১৮-২১।

By

Published : Mar 7, 2019, 1:25 PM IST

বার্মিংহাম, ৭ মার্চ : ২০০১ সালে অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন পুল্লেলা গোপীচাঁদ। তারপর শেষ ১৮ বছরে অল ইংল্যান্ড ওপেন অধরা কোনও ভারতীয়র। এই বছরে গোপীচাঁদের ছাত্রী পিভি সিন্ধুর উপর সমর্থকদের প্রত্যাশা থাকলেও তা পূরণ হল না। রিও অলিম্পিকের রুপোজয়ী সিন্ধু অল ইংল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। কোরিয়ার সুং জি হিউনের সঙ্গে তিন গেমের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানেন সিন্ধু। খেলার ফল ১৬-২১, ২২-২০, ১৮-২১।

প্রথম গেমে ১৬-২১ ব্যবধানে হার মানেন সিন্ধু। দ্বিতীয় গেমে একসময় ১৭-২০ পয়েন্টে পিছিয়ে ছিলেন। অবশ্য দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত ২২-২০ ব্যবধানে দ্বিতীয় গেম জেতেন সিন্ধু। নির্ণায়ক গেমে ১৩-২০ পয়েন্টে পিছিয়ে ছিলেন সিন্ধু। সেখান থেকে পাঁচটি ম্যাচ পয়েন্ট বাঁচালেও শেষরক্ষা হয়নি। শেষমেশ ১৮-২১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সিন্ধুকে। অল ইংল্যান্ড ওপেনে এ নিয়ে সাত বার অংশ নেন পিভি সিন্ধু। তার মধ্যে চার বারই প্রথম রাউন্ডে হেরে তাঁকে বিদায় নিতে হয়েছে।

পিভি সিন্ধু হারলেও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত ও বি সাই প্রণীত। পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডের অল-ইন্ডিয়ান লড়াইয়ে এইচ এস প্রণয়কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বি সাই প্রণীত।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details