দিল্লি, 18 মার্চ : অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের আয়োজকদের একহাতে নিলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ৷ আয়োজকরা শুধুমাত্র অর্থের জন্য এই রকম পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করেছেন ৷ খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবেননি তাঁরা ৷ এই ভাষাতেই টুর্নামেন্ট আযোজকদের উপর নিজের ক্ষোভপ্রকাশ করলেন তিনি ৷
আগেই ডেনমার্কের শাটলার মেডস কর্নাড পিটারসেন আগেই টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি এটাকে ‘‘ভয়ঙ্কর সিদ্ধান্ত’’ বলেও ব্যাখ্যা করেন তিনি ৷ তিনি লেখেন, ‘‘ যেখানে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, সেখানে সাধারণ পরিস্থিতিতে এমন একটা টুর্নামেন্ট করানোয় আমি চিন্তিত ও লজ্জিত ৷ এই রোগ নির্ধারণের জন্য 14 দিন সময় লাগতে পারে ৷ এটা খুব খারাপ সিদ্ধান্ত ৷’’