পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনার মাঝে টুর্নামেন্ট, অল ইংল্যান্ড ওপেনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ সাইনার - Nehwal slams All England Open taking place amid coronavirus outbreak

অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ৷

image
সাইনা নেহওয়াল

By

Published : Mar 18, 2020, 7:42 PM IST

দিল্লি, 18 মার্চ : অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের আয়োজকদের একহাতে নিলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ৷ আয়োজকরা শুধুমাত্র অর্থের জন্য এই রকম পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করেছেন ৷ খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভাবেননি তাঁরা ৷ এই ভাষাতেই টুর্নামেন্ট আযোজকদের উপর নিজের ক্ষোভপ্রকাশ করলেন তিনি ৷

আগেই ডেনমার্কের শাটলার মেডস কর্নাড পিটারসেন আগেই টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি এটাকে ‘‘ভয়ঙ্কর সিদ্ধান্ত’’ বলেও ব্যাখ্যা করেন তিনি ৷ তিনি লেখেন, ‘‘ যেখানে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে, সেখানে সাধারণ পরিস্থিতিতে এমন একটা টুর্নামেন্ট করানোয় আমি চিন্তিত ও লজ্জিত ৷ এই রোগ নির্ধারণের জন্য 14 দিন সময় লাগতে পারে ৷ এটা খুব খারাপ সিদ্ধান্ত ৷’’

পিটারসেনের টুইটে রিপ্লাই দিয়ে গিয়ে সাইনা লেখেন, ‘‘ একটা জিনিস আমার মনে হয়, এই টুর্নামেন্টে খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়নি ৷ শুধুমাত্র আর্থিক দিকটাই দেখা হয়েছে ৷ এটা ছাড়া আর কোনও কারণ থাকতে পারে না এই পরিস্থিতিতে এই টুর্নামেন্ট করানোর ৷ ’’

11মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত বার্মিংহামে বসেছিল এল ইংল্যান্ড ওপেন ব্যাডমিতন্টন 2020 -র আসর ৷ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে যান সাইনা ৷ যদিও তাঁর এই বক্তব্যকে সমর্থন করেছেন তাঁর স্বামী পারুপল্লি কাশ্যপ ৷

ABOUT THE AUTHOR

...view details