হুয়েলভা (স্পেন), 18 ডিসেম্বর : যাঁর উপর সকলের নজর ছিল, সেই পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ৷ সেদিক থেকে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতীয় শাটলারদের কাছে শুক্রবার দিনটা হতাশার হলেও আলোর ছটাও রয়েছে ৷ সিন্ধুর বিদায়ের দিনই ইতিহাস গড়লেন দেশের দুই পুরুষ শাটলার ৷ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখে জোড়া পদক নিশ্চিত করেছেন কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেন (lakshya sen and kidambi srikanth secure medals on bwf world championship) ৷ অতীতে সিঙ্গলসে দেশের মাত্র দু'জন পুরুষ শাটলার এই প্রতিযোগিতা থেকে পদক জিতেছেন ৷ প্রকাশ পাড়ুকোন এবং সাই প্রণীত ৷ তবে দু'জনের ঝুলিতেই রয়েছে ব্রোঞ্জ ৷ আজ অল ইন্ডিয়ান সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন শ্রীকান্ত এবং লক্ষ্য ৷ ফাইনালের টিকিট কে জোগাড় করবেন তা সময়ই বলবে ৷ তবে এই প্রথম কোনও ভারতীয় পুরুষ শাটলার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল ও ফাইনাল খেলবেন ৷
শুক্রবার বিশ্বের প্রাক্তন একনম্বর শাটলার কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth) কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসের মার্ক কালজৌকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন ৷ দুর্দান্ত ছন্দে থাকা শ্রীকান্ত মাত্র 26 মিনিটে 21-8, 21-7 স্ট্রেট গেমে উড়িয়ে দেন প্রতিপক্ষকে ৷ এরপর ছেলেদের সিঙ্গলসের আরও একটি কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষ জুন পেংকে হারান লক্ষ্য সেন ৷ শ্রীকান্ত একপেশে ম্যাচ জিতলেও লক্ষ্যকে কড়া চ্যালেন্ঞ্জ ছুড়ে দিয়েছেন চিনা প্রতিপক্ষ ৷ দেশের এই উদীয়মান ব্যাডমিন্টন তারকা অবশ্য সবরকম কঠিন চ্যালেন্ঞ্জ উতরে যান ৷ 1 ঘণ্টা 7 মিনিটের হাড্ডাহাড্ডি ম্যাচে 21-15, 15-21, 22-20 গেমে বিপক্ষকে হারিয়ে সেমির টিকিট পাকা করেন ৷ একইসঙ্গে ভারতের ঝুলিতে আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয় ৷