পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন সিন্ধু, সাইনা, প্রণীত - সাই প্রণীত

কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন সিন্ধু, সাইনা, প্রণীতরা ৷ এগোলেন একমাত্র পারুপল্লি কাশ্যপ ৷

সিন্ধু

By

Published : Sep 26, 2019, 4:34 AM IST

ইনচিয়োন, 26 সেপ্টেম্বর : কোরিয়া ওপেনে ভারতীয়দের জন্য দিনটা একেবারেই ভালো কাটল না ৷ প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল ও সাই প্রণীত ৷ প্রথম রাউন্ডের বাধা টপকেছেন একমাত্র পারুপল্লি কাশ্যপ ৷ চাইনিজ় তাইপের প্রতিপক্ষ লু চিয়া হুংকে 21-16, 21-16 ব্যবধানে হারান তিনি ৷

গত মাসেই বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু ৷ কিন্তু, তারপর থেকেই সার্কিটে খুব একটা ভালো সময় যাচ্ছে না হায়দরাবাদি কন্যার ৷ চিন ওপেনে দুর্দান্ত শুরু করেও দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন ৷ তারপর কোরিয়া ওপেনে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিলেন গোপীচাঁদের ছাত্রী ৷ ম্যাচের শুরুটাও বিশ্ব চ্যাম্পিয়নের মতোই করেন তিনি ৷ প্রথম গেমে অ্যামেরিকান প্রতিদ্বন্দ্বী বেইওয়ান জ়্যাংকে 21-7 ব্যবধানে উড়িয়ে দেন ৷ দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ 24-22 ব্যবধানে গেমটি জেতেন জ়্যাং ৷ তৃতীয় গেমে 15-21 ব্যবধানে হেরে কোরিয়া ওপেন থেকে অপ্রত্যাশিত বিদায় নেন সিন্ধু ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না সিন্ধু

প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার তালিকায় রয়েছেন প্রণীত ও সাইনা ৷ দুজনেই চোটের কারণে ম্যাচ থেকে নাম তুলে নিতে বাধ্য হন ৷ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতা সাইনা দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন ৷ নিজের সেরা ফর্মের ধারেকাছেও নেই তিনি ৷ গতকাল দক্ষিণ কোরিয়া কিম গা ইউনের বিরুদ্ধে অবশ্য ভালোই শুরু করেন ৷ 21-19 ব্যবধানে প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেম হাতছাড়া হয় সাইনার ৷ তৃতীয় গেমে 1-8 ব্যবধানে পিছিয়ে থাকার সময় খেলা ছাড়তে বাধ্য হন সাইনা ৷ চোটের শিকার হন সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী প্রণীতও ৷ পঞ্চম বাছাই আন্দ্রেস অ্যানটনসনের সামনে প্রথমে গেমে দাঁড়াতেই পারেননি তিনি ৷ 9-21 ব্যবধানে হারেন ৷ দ্বিতীম গেমে 7-11 ব্যবধানে পিছিয়ে থাকার সময় চোটের জন্য নাম তুলে নেন প্রণীত ৷

দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন সাইনা

ABOUT THE AUTHOR

...view details