টোকিয়ো , 28 জুলাই : অপ্রতিরোধ্য সিন্ধু ৷ গ্রুপের সব ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছালেন রিও অলিম্পিকসে রুপো জয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ আজ টোকিয়ো গ্রুপ জে-র শেষ ম্যাচে হংকং- এর প্রতিযোগী চুয়াং নগান ই-কে হারালেন স্ট্রেট সেটে ৷ খেলার ফলাফল 21-9 ও 21-16 ৷
আজ ম্যাচের শুরু থেকেই দাপট দেখান পিভি সিন্ধু ৷ প্রথম সেটে হংকং-এর প্রতিযোগীকে 21-9 ব্যবধানে হারান হায়দরাবাদী ব্যাডমিন্টন সুন্দরী ৷ দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেন চুয়াং নগান ই ৷ তবে সিন্ধুর বিক্রমের সামনে দাঁড়াতে পারেননি তিনি ৷ হারেন 21-16 ব্যবধানে ৷