পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

French Open Badminton : সেমিফাইনালে বিশ্বের 15 নম্বরের কাছে হেরে বিদায় সিন্ধুর - ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট

অলিম্পিকসে ভারতের হয়ে দু'বার পদক জিতেছেন ৷ ফ্রেঞ্চ ওপেনেও ছিলেন অন্যতম ফেভারিট ৷ সেই সিন্ধুই সেমিফাইনালে হেরে বসলেন বিশ্বের 15 নম্বরের কাছে ৷

French Open Badminton
বিশ্বের 15 নম্বরের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন সিন্ধু

By

Published : Oct 30, 2021, 8:56 PM IST

প্যারিস, 30 অক্টোবর : জাপানের সায়াকা তাকাহাশির কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতের দু'বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু ৷ 2013 এবং 2014 এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী, বিশ্বের 15 নম্বর তাকাহাশির বিরুদ্ধে 21-18, 16-21, 12-21 গেমে হারেন সিন্ধু ।

আরও পড়ুন : সন্তানসম্ভবা জর্জিনা, যমজ সন্তানের প্রতীক্ষায় ক্রিশ্চিয়ানো

এর আগে মোট 7টি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন সিন্ধু-তাকাহাশি ৷ 4-3 ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতের ব্যাডমিন্টন রানি ৷ এদিনও প্রথম সেট জিতে শুরুটা ভালই করেছিলেন হায়দরাবাদি শাটলার ৷ যদিও শেষ দুই সেট জিতে ম্যাচ জয়ের 'স্কোর লেভেল' করলেন তাকাহাশি ৷

আরও পড়ুন : রবিবার 'কিউয়ি বধ' করতে মরিয়া বিরাটবাহিনী

কোয়ার্টার ফাইনালে বুসানান ওমবামরুঙ্গফানকে 21-14, 21-14 স্ট্রেট গেমে পরাস্ত করে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিলেন পিভি সিন্ধু । এদিনও প্রথমদিকে তার ঝলক দেখা গেলেও পরের শেষ দু'গেমে কার্যত ম্যাচ থেকে হারিয়ে যান ভারতীয় শাটলার ৷

ABOUT THE AUTHOR

...view details