হায়দরাবাদ, 15 মার্চ : বাসেলের সুইস ওপেনে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলেন ৷ যে কারণে হারের মুখ দেখতে হয়েছে ৷ কিন্তু সেই ভুল শুধরে দুরন্তভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পুসারেলা ভেঙ্কট সিন্ধু ৷ ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই তুলে ধরলেন সিন্ধু ৷ তাঁর গলায় উঠে এল থাইল্যান্ড ওপেন, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, করোনার সময়ের অনুশীলন এবং টোকিয়ো অলিম্পিকের আগে গাচ্চিবৌলি স্টেডিয়ামে অনুশীলনের সিদ্ধান্তের কথা ৷
প্র : সুইস ওপেনের পারফরম্যান্সে আপনি কি সন্তুষ্ট ?
সিন্ধু : ফাইনাল খেলতে পেরে আমি খুশি ৷ কিন্তু একইসঙ্গে ফাইনালের ফলাফল নিয়ে অখুশি ৷ অনেক কিছু শেখার রয়েছে ৷ কিন্তু ফাইনালে পৌঁছানো এবং দুরন্তভাবে কামব্যাক করাটাও ভালো ৷ আমার মনে হয় ভুল স্ট্র্যাটেজি নিয়েছিলাম ৷ তবে ওই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পেরেছি ৷