নয়াদিল্লি, 16 মে : সামনেই টোকিও অলিম্পিক্স ৷ তবে করোনা প্য়ানডেমিকের দ্বিতীয় ঢেউয়ের জন্য কার্যত ট্রেনিংয়ের বাইরে ভারতীয় অ্যাথলিটরা ৷ এছাড়া হচ্ছে না কোনও প্রতিযোগিতামূলক ম্য়াচ ৷ ফলে সমস্যায় পড়েছেন অ্যাথলিটরা ৷ তবে তা নিয়ে চিন্তিত নন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ কারণ কোরিয়ান কোচ পার্ক টি সাঙ্গ, সিন্ধুর জন্য ম্যাচের পরিস্থিতি তৈরি করে অনুশীলন করাচ্ছেন ৷
বাড়তে থাকা করোনা পরিস্থিতির কারণে জুলাই-আগস্টে হতে চলা ভারত, সিঙ্গাপুর ও মালেশিয়ার অলিম্পিক্সের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ বাতিল করেছে ব্যাডমিন্টন ফেডারেশন ৷ এগুলিই অলিম্পিক্সের আগে শেষ টুর্নামেন্ট ছিল ৷
টুর্নামেন্টগুলি বাতিল হওয়ায় কী প্রস্তুতিতে কোনও সমস্যা হচ্ছে কিনা জানতে চাওয়া হয়েছিল সিন্ধুর কাছে ৷ উত্তরে সিন্ধু বলেন, ‘‘ আমরা ভেবেছিলাম অলিম্পিক্সের আগে সিঙ্গাপুরে আমরা শেষ ম্যাচ খেলব ৷ কিন্তু সেটা হচ্ছে না ৷ তাই আমি আলাদা আলাদা শাটলারের সঙ্গে ম্য়াচ অনুশীলন করছি ৷ আমার কোচ পার্ক ম্যাচের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন ৷’’
আরও পড়ুন : নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
অলিম্পিক্সে যাওয়ার অপেক্ষায় থাকা ভারতীয় দলের সঙ্গে সিন্ধু অনুশীলন করছেন না ৷ তেলাঙ্গানার গোচিবাউলির ইন্ডোর স্টেডিয়ামে ট্রেনিং করছেন তিনি ৷ এবং নিজের ফিটনেস ট্রেনিং করছেন সুচিত্রা অ্যাকাডেমিতে ৷