পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লিগামেন্ট ছিড়ে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ক্যারোলিনা মারিন - শাটলার

বাঁ হাঁটুর লিগামেন্ট ছিড়ে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ক্যারোলিনা মারিন ৷ এই সপ্তাহেই তাঁর পায়ের অস্ত্রোপচার হবে ৷ আজ এ কথা জানিয়ে টুইট করেছেন 2016 রিও অলিম্পিক জয়ী ৷

carolina-marin-ruled-out-of-tokyo-olympics
লিগামেন্ট ছিঁড়ে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন ক্যারোলিনা মারিন

By

Published : Jun 1, 2021, 8:15 PM IST

হায়দরাবাদ, 1 জুন : বাঁ হাঁটুতে চোটের কারণে টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন স্প্যানিশ শাটলার ক্যারোলিনা মারিন ৷ মঙ্গলবার ব্য়াডমিন্টন তারকা নিজেই এ কথা জানিয়েছেন ৷ তাঁর বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে ৷ এই সপ্তাহের শেষে তাঁর চোট পাওয়া জায়গায় অস্ত্রোপচার হবে ৷ 2016 সালে রিও অলিম্পিকে সোনাজয়ী এই শাটলার আজ তাঁর টুইটার অ্য়াকাউন্টে এ কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷

ক্যারোলিনা মারিন তাঁর সেই টুইটে জানিয়েছেন, সপ্তাহের শেষে একাধিক পরীক্ষা এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার পর আমি নিশ্চিত হয়েছি, যে আমার বাঁ হাঁটুতে দু’টি লিগামেন্ট ছিড়ে গিয়েছে ৷ এই সপ্তাহের শেষে আমার অস্ত্রোপচার হবে এবং তারপর আমার রিকভারি শুরু হবে ৷ আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমার সঙ্গে থাকার জন্য ৷ তবে, এই চোটের কারণে আমি আবারও একটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম ৷ তবে, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব’’ ৷

আরও পড়ুন : অলিম্পিক্সের প্রস্তুতি, ট্রেনিংয়ে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলনে সিন্ধু

প্রসঙ্গত, গত শুক্রবার অলিম্পিকের প্রস্তুতির সময় ক্যারোলিনা মারিন বাঁ হাঁটুতে চোট পান ৷ তারপরেই তিনি অস্বস্তি বোধ করতে থাকেন ৷ যা তিনি তাঁর কোচিং স্টাফদের জানান ৷ এর পরেই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরীক্ষার জন্য ৷ সেই রিপোর্টে দেখা গিয়েছে মারিনের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিড়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details