পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডিসেম্বরে বসছে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের আসর - COVID-19 pandemic

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্ডিয়া ওপেন 500 সুপার সিরিজ়ের । কিন্তু কোরোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায় । নতুন সূচিতে সেই টুর্নামেন্টকে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন ।

BWF
BWF

By

Published : May 22, 2020, 7:22 PM IST

দিল্লি, 22 মে: কোরোনা সংক্রমণের ওলটপালট হয়ে গেছিল আন্তর্জাতিক ব্যাডমিন্টন ক্যালেন্ডার । স্থগিত হয়ে গেছে একাধিক টুর্নামেন্ট । শুক্রবার পুনরায় নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন । নতুন সূচি অনুযায়ী ডিসেম্বরে বসতে চলেছে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনের আসর । দিল্লিতে 8 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত হবে এই অলিম্পিক কোয়ালিফাইং টুর্নামেন্ট ।

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্ডিয়া ওপেন 500 সুপার সিরিজ়ের । কিন্তু কোরোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হয়ে যায় । নতুন সূচিতে সেই টুর্নামেন্টকে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন । তবে এই অলিম্পিক কোয়ালিফাইং ইভেন্টের আগে হায়দরাবাদ ওপেন এবং সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে । 11 থেকে 16 অগাস্ট পর্যন্ত চলবে হায়দরাবাদ ওপেন । সৈয়দ মোদি টুর্নামেন্ট চলবে 17 থেকে 22 নভেম্বর পর্যন্ত । এভাবে আটটি টুর্নামেন্টের সূচি বদল করা হয়েছে । তার মধ্যে রয়েছে নিউজ়িল্যান্ড ওপেন 300 সুপার সিরিজ়, ইন্দোনেশিয়া ওপেন 1000 সুপার সিরিজ়, মালয়েশিয়া 750 সুপার সিরিজ়, থাইল্যান্ড ওপেন 500 সুপার সিরিজ় এবং ওয়ার্ল্ড টুর ফাইনালস ।

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের মহাসচিব থমাস লুন্ড বলেছেন, "ব্যাডমিন্টনের সূচি নতুন করে তৈরি করার কাজ বেশ কঠিন । ঠাসা সূচি হলেও সুরক্ষা বজায় রেখে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করার মঞ্জুরি পাওয়া গেছে এতে আমরা খুশি । কবে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতায়াতের অনুমতি পাওয়া যাবে তা এই মুহূর্তে বলা খুব মুশকিল । তবে পুরোপুরি সুরক্ষিত মনে না হলে প্রতিযোগিতা শুরু হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details