পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন রেগে গেলেন জ়াকির - zakir hussain racts

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও জ়াকির হুসেন পারফর্ম করছিলেন মঞ্চে । তখনই হঠাৎ VIP-রা প্রেক্ষাগৃহে প্রবেশ করেন । বিষয়টা মেনে নিতে পারেননি জ়াকির হুসেন । রেগে যান তিনি ।

্িু
্িু

By

Published : Feb 14, 2020, 2:51 PM IST

Updated : Feb 14, 2020, 3:08 PM IST

কলকাতা : কলকাতায় এসেছেন জ়াকির হুসেন । উপলক্ষ্য স্বর সম্রাট ফেস্টিভালের শেষদিনে পারফর্ম করা । সারোদে তাঁকে সঙ্গ দিয়েছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার । তাঁদের এই যুগলবন্দি দেখতে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আসেন অসংখ্য শ্রোতা । তাঁদের মধ্যেও কেউ কেউ দেরি করে প্রবেশ করছিলেন প্রেক্ষাগৃহে । সেই তালিকায় ছিলেন VIP-রাও । অনুষ্ঠান শুরু হওয়ার দেড় ঘণ্টা দেরিতেও এসেছিলেন কেউ কেউ । দেরি করার জন্য তাঁদের উপর রেগে যান জ়াকির হুসেন । মঞ্চ থেকেই সতর্ক করে দেয় উদ্যোগক্তাদের ।

দেখুন ভিডিয়ো

মঞ্চে তখন ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও জ়াকির হুসেন । চলছিল অনুষ্ঠান । তখনই হঠাৎ VIP-রা প্রেক্ষাগৃহে প্রবেশ করেন । এবং মঞ্চের সামনে নিজেদের নির্ধারিত আসনে বসার জন্য এগিয়ে আসেন । এভাবেই অনেকেই দেরিতে ঢোকেন । বিষয়টা মেনে নিতে পারেননি জ়াকির হুসেন ।

অনুষ্ঠানের মাঝেই মাইক হাতে নিয়ে উদ্যোগক্তাদের তিনি বলেন, "শ্রোতাগণ ও VIP, যাঁরা দেরি করে এসেছেন, এবং যাঁদের আপনারা (উদ্যোগক্তারা) একজন দু'জন করে ভিতরে ঢোকাচ্ছেন, তাতে বাকিরা বিরক্তবোধ করছেন । আপনাদের কাছে অনুরোধ, যেসব VIP শ্রোতাগণ দেড়ঘণ্টা দেরিতে আসছেন, তাঁদের ধারে বা পিছনের যেকোনও জায়গায় বসিয়ে দিন । প্রোগ্রামের মাঝে এই বিরক্তিকর পরিস্থিতির পরিবেশ তৈরি করবেন না ।"

Last Updated : Feb 14, 2020, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details