কলকাতা, 21 মে : রাজনৈতিক উত্তাপ যেন থামার নাম নিতে চাইছে না । ভোট রাজনীতির সংক্রমণে সংক্রমিত টলিউড তারকারা, তা আগেই দেখেছি । এবার রাজনৈতিক প্রভাব সরাসরি এসে পড়ল বাংলা টেলিভিশনে । স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো একান্নবর্তী পরিবারের গল্প । বিতর্ক সেই ধারাবাহিককে ঘিরে ৷ এতদিন উত্তরপ্রদেশ গাজিয়াবাদে লাভ জিহাদ বিতর্ক নিয়ে সরগরম থাকত দেশের রাজনীতি । এবার সেই লাভ জিহাদের ছায়া নেমে এল বাংলা ধারাবাহিক খড়কুটোতে ।
বেশ কিছুদিন হল মুখার্জি পরিবারে এক নতুন অতিথির আগমন ঘটেছে । অতিথির নাম আদিল ৷ নাম শুনেই বোঝা যাচ্ছে একটি মুসলিম চরিত্র আনা হয়েছে ধারাবাহিকে । আদিলের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষভ বসুকে । 'টুরু লাভ' থেকে 'ট্যাংরা ব্লুজ' মূলত বড় পর্দাতেই অভিনয় করেছেন ঋষভ ৷ এই প্রথমবার বাংলা ধারাবাহিকে কাজ করছেন তিনি ৷ আর প্রথম ধারাবাহিকেই তাঁর করা চরিত্র নিয়ে শুরু হয়েছে সমালোচনা । গল্পে মুখার্জি পরিবারের মেয়ে মুনিয়া বিয়ে করে এক মুসলিম ছেলেকে, তাদেরই সন্তান আদিল । আর তা দেখেই বেজায় চটেছেন কিছু দর্শক ৷
ধারাবাহিকে এই ধরনের চরিত্র বেশ কিছু দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে ৷ তাঁদের কথায়, ধারাবাহিকের চিত্রনাট্যে উঠে এসেছে লাভ জিহাদের প্রসঙ্গ ৷ ফলে খড়কুটো বয়কটের ডাক দিয়েছেন সেইসব দর্শকরা ।