পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধারাবাহিক 'খড়কুটো' বয়কটের ডাক, কমল টিআরপি

ধারাবাহিকে এই ধরনের চরিত্র বেশ কিছু দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে ৷ তাঁদের কথায়, ধারাবাহিকের চিত্রনাট্যে উঠে এসেছে লাভ জিহাদের প্রসঙ্গ ৷ ফলে খড়কুটো বয়কটের ডাক দিয়েছেন সেইসব দর্শকরা ।

ধারাবাহিক 'খড়কুটো' বয়কটের ডাক দর্শক মহলে, কিন্তু কেন?
ধারাবাহিক 'খড়কুটো' বয়কটের ডাক দর্শক মহলে, কিন্তু কেন?

By

Published : May 21, 2021, 5:57 PM IST

Updated : May 21, 2021, 6:25 PM IST

কলকাতা, 21 মে : রাজনৈতিক উত্তাপ যেন থামার নাম নিতে চাইছে না । ভোট রাজনীতির সংক্রমণে সংক্রমিত টলিউড তারকারা, তা আগেই দেখেছি । এবার রাজনৈতিক প্রভাব সরাসরি এসে পড়ল বাংলা টেলিভিশনে । স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো একান্নবর্তী পরিবারের গল্প । বিতর্ক সেই ধারাবাহিককে ঘিরে ৷ এতদিন উত্তরপ্রদেশ গাজিয়াবাদে লাভ জিহাদ বিতর্ক নিয়ে সরগরম থাকত দেশের রাজনীতি । এবার সেই লাভ জিহাদের ছায়া নেমে এল বাংলা ধারাবাহিক খড়কুটোতে ।

বেশ কিছুদিন হল মুখার্জি পরিবারে এক নতুন অতিথির আগমন ঘটেছে । অতিথির নাম আদিল ৷ নাম শুনেই বোঝা যাচ্ছে একটি মুসলিম চরিত্র আনা হয়েছে ধারাবাহিকে । আদিলের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষভ বসুকে । 'টুরু লাভ' থেকে 'ট্যাংরা ব্লুজ' মূলত বড় পর্দাতেই অভিনয় করেছেন ঋষভ ৷ এই প্রথমবার বাংলা ধারাবাহিকে কাজ করছেন তিনি ৷ আর প্রথম ধারাবাহিকেই তাঁর করা চরিত্র নিয়ে শুরু হয়েছে সমালোচনা । গল্পে মুখার্জি পরিবারের মেয়ে মুনিয়া বিয়ে করে এক মুসলিম ছেলেকে, তাদেরই সন্তান আদিল । আর তা দেখেই বেজায় চটেছেন কিছু দর্শক ৷

ধারাবাহিকে এই ধরনের চরিত্র বেশ কিছু দর্শকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে ৷ তাঁদের কথায়, ধারাবাহিকের চিত্রনাট্যে উঠে এসেছে লাভ জিহাদের প্রসঙ্গ ৷ ফলে খড়কুটো বয়কটের ডাক দিয়েছেন সেইসব দর্শকরা ।

আদিলের চরিত্রে ঋষভ

এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আদিলের চরিত্রে যিনি অভিনয় করছেন সেই ঋষভ জানান, আসলে সারা ভারতজুড়ে ধর্মকে হাতিয়ার করে ক্ষমতায় বসে থাকার রাজনীতি চলছে, যে চল আগে ছিল না । ঋষভ আরও জানিয়েছেন, তিনি নিজে ক্যাথলিক স্কুলে পড়াশোনা করায় হিন্দু-মুসলমান-খ্রিস্টান ধর্মীয় ভেদাভেদ তাঁর কাছে কল্পনার অতীত । তিনি বলেন, ‘‘চারপাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন নাৎসিদের জার্মানিতে বসবাস করছি আমরা । আসলে এই পরিস্থিতি দুশ্চিন্তার । অতিমারি নিয়ে যখন সবাই নাজেহাল ,যে সময়ে রাজনীতি ও ধর্মের ভেদাভেদ ভুলে সকলের একসঙ্গে কাজ করার কথা ৷ সেই সময়ও কিছু মানুষ অসহিষ্ণুতা ছড়িয়ে দিচ্ছেন চারপাশে তা খুবই দুঃখজনক ।’’

প্রসঙ্গত একটা লম্বা সময় ধরে এক নম্বরে থাকার পর এই সপ্তাহে টিআরপি রেটিংয়ের 6-এ নেমে এসেছে খড়কুটো ৷ তবে তার কারণ কী তা অজানা ।

আরও পড়ুন :বাংলা রিয়েলিটি শো-এ এবার অনিল কাপুর ম্যাজিক

Last Updated : May 21, 2021, 6:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details