পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Mahalaya Program: মহালয়ায় টিভির পর্দায় রাতভর 'আগমনী আরাধনা' - রাঘব চট্টোপাধ্যায়

রাতভর সুরেলা সফরে দেবীকে আবাহন ৷ মহালয়ার আগের রাতে সারারাত ধরে চলছে সঙ্গীতানুষ্ঠান (Mahalaya Program) ৷ উপস্থিত থাকবেন জয়তী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সহজ মা, মধুবন্তী বাগচী, দুর্নিবার সাহা, অদিতি মুন্সির মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ৷

whole night program 'Aagmani Aradhana' on TV in Mahalaya
মহালয়ায় টিভির পর্দায় রাতভর 'আগমনী আরাধনা'

By

Published : Oct 4, 2021, 1:01 PM IST

কলকাতা, 4 অক্টোবর: দেবীপক্ষের শুরুতে নিশিযাপন টিভির পর্দায় । রাতভর সুরেলা সফরে থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা ।

মহালয়ার (Mahalaya Program) সংজ্ঞাটা আজ অনেকটা অন্যরকম । আগে মহালয়া মানে ছিল ভোর 4টেয় রেডিয়ো কানের পাশে রেখে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ । তার চল অবশ্য এখনও আছে ৷ এরপর সময় এগোতে থাকলে টিভির পর্দায় শুরু হল মহালয়া ঘিরে নানা অনুষ্ঠান । ভোর 5টায় সম্প্রচারিত সেই অনুষ্ঠানের পুনঃসম্প্রচারও দেখানো হত দিনের কোনও একটা সময়ে । আজ আমরা ভোর 5টার সেই অনুষ্ঠান মিস করলে দেখে নিই ইউ টিউবে ৷ সময় এগোচ্ছে, সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের রকমসকমেও আসছে বৈচিত্র্য।

আরও পড়ুন:Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

এ বার আবার মহালয়ার দিনে এক বিনোদন চ্যানেল রাতভর সুরেলা সফরের আয়োজন করেছে । 6 অক্টোবর রাত 12টা থেকে শুরু হবে সেই সুরেলা সফর । সঞ্চালনায় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং সঙ্গীতশিল্পী অনীক ধর । পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরুতে এই সুরেলা নিশিযাপনে অংশ নেবেন জয়তী চক্রবর্তী (Jayati Chakraborty), রাঘব চট্টোপাধ্যায় (Raghab Chatterjee), সহজ মা, মধুবন্তী বাগচী, দুর্নিবার সাহা, অদিতি মুন্সি, ঋষি পাণ্ডা, নীহারিকা (সারেগামাপা'র ফার্স্ট রানার আপ), অর্কদীপ (সারেগামাপা'র বিজয়ী), অনুষ্কা (সারেগামাপা'র সেকেন্ড রানার আপ)। থাকবে আরও অনেক চমক ।

আরও পড়ুন :SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

দুই প্রজন্মের শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসার এই উদ্যোগ বেশ প্রশংসনীয় । দুই প্রজন্মের শিল্পীরা মিলে গাইবেন রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আগমনীর গান, বাংলা আধুনিক গান, ধ্রুপদী সঙ্গীত । 40 কিংবা তারও বেশি গান এ দিন শোনার সুযোগ পাবেন টেলি দর্শক ।

আরও পড়ুন :Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

6 অক্টোবর ঠিক রাত 12টা থেকে চোখ রাখুন টিভির পর্দায় । হোক না এই মহালয়াটা একটু অন্যরকম । নিশিযাপনের পর ভোর 4টেয় শুনুন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই চিরনতুন আগমনীর সুর ।

আরও পড়ুন:Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

ABOUT THE AUTHOR

...view details